ISL : বাগানের ঐতিহাসিক জয়ের দিন চোখের জলে ইস্টবেঙ্গল

শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি…

শনিবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ১-৩ গোলে জিতেছে ATK মোহনবাগান। চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ জিতেছিল মেরিনার্সরা,সঙ্গে গত ISL মরসুমের দুই ডার্বি ম্যাচ জেতে সবুজ মেরুন ব্রিগেড।

এরই পাশাপাশি ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগ টুর্নামেন্টে ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে দেয় মোহনবাগান । টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন, যা ভারতীয় ফুটবলে ইতিহাস সঙ্গে ISL টুর্নামেন্টে টানা চার ডার্বি ম্যাচ জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে মেরিনার্সরা।

বিগত দিনে, হাইভোল্টেজ ডার্বি ম্যাচের এমন পরিসংখ্যান ঘোরাফেরা করায় লাল হলুদ কান্নার আবেগ চলেছে বয়ে।

ফতোর্দার PJN স্টেডিয়ামে সবুজ মেরুন জনতার কাছে এক লহমায় নায়ক হয়ে উঠেছে কিয়ান নাসিরি, ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করে। কিয়ানের এমন পারফরম্যান্স ম্যাচের টার্নিং পয়েন্টে, যখন ATK মোহনবাগান ১ গোলে পিছিয়ে।ম্যাচের ৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড।

ম্যাচের ৬৪ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কিয়ান নাসিরির প্রথম গোল ডার্বি ম্যাচে, টিম ১-১ গোলের সমতায় ফিরে আসে। এরপর গোলের লকগেট খুলতে পারেনি দু’দল। মাঝে অমরজিৎ সিং কিয়াম ফাউল করে বসে, এই সুযোগে পেনাল্টি পায় মেরিনার্সরা।কিন্তু ৬৬ মিনিটে খারাপ ভাবে পেনাল্টি মিস ডেভিড উইলিয়ামসের।ডান পায়ের শট গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়,হতাশ হয়ে পড়ে উইলিয়ামস। ডার্বি ম্যাচের ৯০ মিনিট স্কোরলাইন ১-১।

হাইভোল্টেজ ডার্বি ম্যাচ গড়ায় অতিরিক্ত ৬ মিনিটে। আর এই ছয় মিনিটে জ্বলে উঠে এসসি ইস্টবেঙ্গলকে ঝলসে দেওয়া পারফরম্যান্স প্রাক্তন ফুটবলার জামসিদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির।

ম্যাচের অতিরিক্ত সময়ে ৯৩ মিনিটে ATK মোহনবাগানের হয়ে গোল কিয়ান নাসিরির, ডার্বি ম্যাচে জোড়া গোল করে নায়ক,দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে।৯৪ মিনিটে কিয়ান নাসিরির হ্যাটট্রিক হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে।

কিয়ান নাসিরির দুই নম্বর গোল ডান পায়ের শট বক্সের মাঝখান থেকে ডান দিক বরাবর। আর তৃতীয় গোল নাসিরির মনবীর সিং’র পাস থেকে,প্রতিপক্ষের বক্সের মাঝখান থেকে। দুটো পায়ই সচল ফরোয়ার্ড কিয়ান নাসিরির। ISL এবং আই লিগ টুর্নামেন্টে জুড়ে টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

টানা ৫ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন সঙ্গে গত শনিবারের চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে গোল করে এগিয়ে থাকার পর লজ্জা জনক পারফরম্যান্স এসসি ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের এর জেরে লাল হলুদ জনতা ছি: ছি: ছি: রবে মেতে উঠেছে। সমর্থকদের সোজাসাপ্টা কথা,”কোচ কি করবে ভারতীয় হোক বা বিদেশী..টিম তাই তো বেকার।আদিল আর হীরা চার কেউ চলবে না।আগে দল নির্বাচন ভাল করুক তারপর কোচ।” আবার আর এক লাল হলুদ জনতার কথায়,”সমর্থক যারা ক্লাবকে ভালবেসে যারা হার জিতের পরোয়া করে না তারা একই আছে শুধু খেলোয়াড়দের মধ্যে সেই আবেগ ভালবাসার অভাব।”

আর এক লাল হলুদ সমর্থক এক ধাপ এগিয়ে গিয়ে সাত্ত্বনার সুর কথায়,”ATK অনেক বেটার টিম ওদের সব ভালো খেলোয়াড়… ওদের হারাতে গেলে আমাদের আরও বেটার টিম বানাতে হবে। সুতরাং এই ফলাফল মেনে নিন ভাই।” এমনই চাঞ্চল্যকর লাল হলুদ কান্নার আবেগ চলেছে বয়ে।