Indian Army : ২৬ জন কন্যাকে দত্তক নিল ভারতীয় সেনা

নজির গড়ল ভারতীয় সেনা (Indian Army)। এবার অসহায় ও মহিলাদের স্বনির্ভর ও সমাজের একেবারে যোগ্য করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের…

Indian Army

নজির গড়ল ভারতীয় সেনা (Indian Army)। এবার অসহায় ও মহিলাদের স্বনির্ভর ও সমাজের একেবারে যোগ্য করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতীয় সেনা।

প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ সংবাদমাধ্যমকে জানান, “কৃষ্ণা ঘাটি সেক্টরে ভারতীয় সেনাবাহিনী পুঞ্চের মেন্ধারের নারী নিকেতন নামের একটি অনাথ আশ্রমে যায়। এই অনাথ আশ্রমটিতে ২৬ জন মেয়ে এবং চারজন বিধবা রয়েছেন। সেনাবাহিনী শুক্রবার সেই ২৬ টি মেয়েকে দত্তক নিয়েছে এবং শিক্ষা, ব্যক্তিত্ব উন্নয়ন, স্বাস্থ্য এবং সুস্থতার জন্য তাদের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয়তা পূরণ করবে বলে অঙ্গীকার করেছে। আর্থিকভাবে স্বাধীন না হওয়া পর্যন্ত মেয়েদের দেখভাল করবে ভারতীয় সেনাবাহিনী।”

তিনি আরও বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীর এই উদ্যোগ দেশ ও তার জনগণের জন্য একটি অনুপ্রেরণা এবং তাদের ঊর্ধ্বে উঠে দাঁড়ানোর সুযোগ করে দেয়। কেবল আমাদের জাতিই নয়, বিশ্বের কাছেও ভারতীয় সেনার দক্ষতা প্রমাণ করে।’ এর পাশাপাশি জম্মুর আখনুর এলাকায় মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে ‘আশা বেকারি’র উদ্বোধন করেছে সেনা। দেবেন্দ্র আনন্দ আরও জানান, আখনুরে নারীর ক্ষমতায়নের উদ্যোগের অংশ হিসাবে ভারতীয় সেনাবাহিনী আশা বেকারি নামে একটি দোকান চালু করেছে।

এই উদ্যোগের লক্ষ্য হল ভানওয়ারন এবং আখনুরের আশেপাশের অন্যান্য গ্রামের মহিলাদের জীবিকা ও আত্মনির্ভরতা প্রদান করা। আশা বেকারি একটি উদ্যোগমূলক কাজের অন্যতম সিঁড়ি যা মহিলাদের স্বনির্ভর করতে আরও সাহায্য করবে।