এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) অন্দরে ফের উত্তাপ। এবার ক্ষোভ আছড়ে পড়ল সিইও শিবাজি সমাদ্দারের বিরুদ্ধে৷ সূত্রের খবর, দলের এক সিনিয়র ফুটবলার সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন শিবাজির বিরুদ্ধে।
জামসেদপুরের বিরুদ্ধে লড়েও মিলেছে হার। ৮৮ মিনিটে ঈশান পান্ডিতিয়ার গোলের ভেঙে পড়েছিল লাল-হলুদ মনোবল। স্বদেশি ব্রিগেড নামিয়েও বাজিমাত করতে পারেননি রেনেডি সিং। জানা গিয়েছে, ম্যাচ শেষে ড্রেসিং রুমে ছিল কেবল দীর্ঘশ্বাস। নিজেদের সবটুকু উজাড় করে দিতে চেয়েছিলেন ফুটবলাররা। নিজেদের দূর্গ সামলে চেষ্টা করেছিলেন অন্তত একটা পয়েন্ট নিয়ে আসার। তাও হয়নি। হতোদ্যম ফুটবলাররা।
হোয়াটসঅ্যাপে ইসসি ইস্টবেঙ্গল ফুটবলারদের একটি গ্রুপ রয়েছে। শিবাজি সমাদ্দারও ছিলেন সেখানে। ছিলেন, কারণ তিনি সেই গ্রুপ লেফট করেছেন। জামশেদপুরের বিরুদ্ধে লাল-হলুদ টিম লিস্টে একমাত্র বিদেশি হিসেবে ছিলেন ড্যারেল সিডিওল। পেরোসেভিচ এখনও শাস্তির আওতায়। শাস্তি কমানো একটা উপায় ছিল। কিন্তু সেই উপায় হেলায় এড়িয়ে গিয়েছেন দলের সিইও! অভিযোগ এমনটাই।
দলের অন্দেরের খবর, শিবাজি সমাদ্দারের অপেশাদার মনোভাবকেই দুষছেন ফুটবলাররা। হোয়াটসঅ্যাপ গ্রুপে সরাসরি ক্ষোভ উগড়ে দিয়ে নাকি এমনটাই বলেছেন এক অভিজ্ঞ ফুটবলার। শিবাজি নিজের পক্ষে যুক্তি দেখাতে চেয়েছিলেন। কিন্তু সেটাকে যুক্তির থেকেও ‘সাফাই’ বলে মনে করছেন ক্লাবের একাংশ। ফলে চাপা পড়েনি ক্ষোভ। পরিস্থিতি বুঝে গ্রুপ থেকে পালিয়ে নিজের পিঠ রক্ষা করেছে এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজি সমাদ্দার।