SAvIND: প্রোটিয়ার্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজে সহ অধিনায়ক কেএল রাহুল

Sports desk: সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত প্রথম টেস্ট ম্যাচ (SAvIND) খেলতে নামছে। এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করছিল…

KL Rahul

Sports desk: সেঞ্চুরিয়নে ২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত প্রথম টেস্ট ম্যাচ (SAvIND) খেলতে নামছে। এমন পরিস্থিতিতে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে প্রশ্ন ঘোরাফেরা করছিল টেস্ট সিরিজ থেকে হ্যামস্ট্রিং’র ইনজুরির কারণে রোহিত শর্মা’র ছিটকে যাওয়ায় দলের সহ-অধিনায়কের ভূমিকায় কে থাকবেন?

অবশেষে সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়ে বিসিসিআই’র নির্বাচক কমিটি কেএল রাহুলকে সহ অধিনায়কের দায়িত্ব তুলে দিয়ে একটা সুক্ষ ইঙ্গিত দিয়ে রাখলো যে ভবিষ্যতে এই ওপেনারের ভূমিকা আরও বড় হতে চলেছে,টিম ইন্ডিয়ায়।

   

অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা’র সঙ্গে কেএল রাহুল এমন কয়েকজন খেলোয়াড় টিম ইন্ডিয়ার, যাদের তিন ফর্ম্যাটেই ভারতের আন্তজার্তিক ক্রিকেট সিরিজে জায়গা নিশ্চিত। গত আইপিএলে কেএল রাহুলের রান তোলার গতি সহ অধিনায়কত্ব নিয়ে ওঠা সমস্ত প্রশ্নের অবসান ঘটিয়েছে। ইতিমধ্যে বিরাট ওডিআই এবং টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে এসেছেন, ফলে কেএল রাহুল এখন বিসিসিআই’র ভবিষ্যৎ রোডম্যাপে স্বয়ংক্রিয় পচ্ছন্দ (Automatic choose) হিসেবে জুড়ে গিয়েছে।

আইপিএল শুরর আগে কেএল রাহুলের পারফরম্যান্স আশানুরূপ ছিল না, কিন্তু টুর্নামেন্ট শেষ হওয়ার পরে কেএল রাহুল টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠে। পাঞ্জাব কিংসের হয়ে খেলে কেএল রাহুল ১৩ ম্যাচের একই ইনিংসে ৬২.৬০ গড়ে ৬২৬ রান করেন। যা আইপিএলে রুতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডুপ্লেসি’র ব্যাটিং গড়কে ছাপিয়ে গিয়েছে। এমন তাক লাগানো পারফরম্যান্স বিসিসিআই’কে বাধ্য করেছে ভারতীয় ক্রিকেটের আগামী দিনের রোডম্যাপে কেএল রাহুল নিয়ে সুদূরপ্রসারী চিন্তা ভাবনায়।