Sarthak Galui: সার্থককে এখনই হয়তো পুরোপুরি ছাড়ছে না ইস্টবেঙ্গল

আচমকা সার্থক গোলুইকে (Sarthak Galui) নিয়ে আলোচনা শুরু হয়েছিল ময়দানে। অনেকে ইতিমধ্যে ধরেই নিয়েছেন যে কলকাতার এই ফুটবলারকে বিদায় জানাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)।

Sarthak Golui

আচমকা সার্থক গোলুইকে (Sarthak Galui) নিয়ে আলোচনা শুরু হয়েছিল ময়দানে। অনেকে ইতিমধ্যে ধরেই নিয়েছেন যে কলকাতার এই ফুটবলারকে বিদায় জানাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। সত্যি কি তাই? হয়তো না। সার্থককে এখনই হয়তো একেবারে বিদায় জানাচ্ছে না ক্লাব।

Advertisements

সম্প্রতি লাল হলুদ সমর্থকদের মধ্যে আলোচনায় উঠে এসেছিলেন সার্থক গোলুই। এবার ফের নতুন করে স্কোয়াড সাজিয়েছে ইস্টবেঙ্গল । গত কয়েক মরসুমের তুলনায় এবার তাদের খেলা অনেক বেশি নজরকাড়া। Durand Cup এবং কলকাতা ফুটবল লীগ শিরোপা জয়ের হাতছানি রয়েছে। জুনিয়র এবং সিনিয়র ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেওয়া হচ্ছে। নতুন ও পুরনো ফুটবলারদের মিলিয়েই হয়তো চূড়ান্ত একাদশ গড়বেন হেড কোচ Carles Cuadrat। সেখানে সার্থকের ভূমিকা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার পাওয়া আপডেট অনুযায়ী সার্থক গোলুইকে ইস্টবেঙ্গল হয়তো রিলিজ করছে না। বদলে লোনে অন্য কোনো ক্লাবে তাকে পাঠানো হতে পারে। শোনা যাচ্ছে চেন্নাইয়িন ফুটবল ক্লাবের নাম। সব ঠিক থাকলে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব চেন্নাইয়িন এফসিতে লোনে পাঠানো হতে পারে রক্ষণভাগের এই খেলোয়াড়কে।

বছর ২৫ এর সার্থক গোলুই ভারতের একাধিক নামকরা ক্লাবে খেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন দ্বিতীয় দফা। আগে খেলেছেন মোহনবাগানের হয়ে। এছাড়া অতীতে যুক্ত ছিলেন বেঙ্গালুরু ফুটবল ক্লাব, পুনে সিটি, মুম্বই সিটি এফসির সঙ্গে। তবে নিজের নামের প্রতি এখনও তিনি সুবিচার করতে পারেননি।