Ranji Trophy: সচিনের রেকর্ড ভেঙে রঞ্জি ফাইনালে সেঞ্চুরি করলেন সরফরাজ-ভাই

মাত্র ১৯ বছর বয়সে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে সেঞ্চুরি করলেন মুশির খান (Musheer Khan)। রঞ্জি ট্রফির ইতিহাসে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে ফাইনাল ম্যাচে…

Musheer Khan

মাত্র ১৯ বছর বয়সে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে সেঞ্চুরি করলেন মুশির খান (Musheer Khan)। রঞ্জি ট্রফির ইতিহাসে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে ফাইনাল ম্যাচে শতরান করলেন মুশির। বিদর্ভের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন মুম্বাইয়ের ব্যাটার।

Advertisements

মুশির খান সরফরাজ খানের ভাই। বর্তমান সময়ের ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান সরফরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের অংশ ছিলেন তিনি। দাদা সরফরাজ পেয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ। ভাই মুশির গড়লেন ইতিহাস।

Advertisements

১৯ বছর ১৪ দিন বয়সী মুশির রঞ্জি ফাইনালে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির করেছেন। টপকে গিয়েছেন মাস্টার ব্লাস্টারকে। নিজের ২২তম জন্মদিনের এক মাস আগে সচিন ১৯৯৪-৯৫ মরসুমের ফাইনালে পাঞ্জাবের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেছিলেন। ফাইনালে জিতেছিল মুম্বাই। মুম্বাই ৪৭ টি রঞ্জি ট্রফি ফাইনালের মধ্যে রেকর্ড ৪১ বার শিরোপা জিতেছে। এবার বিদর্ভকে হারিয়ে ফাইনাল জয়ের রেকর্ড আরও একটু বাড়িয়ে নিতে পারবে বাণিজ্যনগরীর দল। বিদর্ভ তাদের তৃতীয় রঞ্জি ফাইনাল খেলছে। এর আগে ২০১৭-১৯ এর মধ্যে পরপর মরসুমে তারা জিতেছিল।

মুশির খান এখন অপরাজিত ১২৬ রানে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলেছেন ২৯৮ বল। তাঁর এই ইনিংসে রয়েছে ৯ টি বাউন্ডারি। এখনও পর্যন্ত কোনও ওভার বাউন্ডারি মারেননি।