Mohammedan SC: উঠে গিয়েছে সাসপেনশন, আজ মাঠে থাকতে পারেন এই দুই বিদেশি

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ থেকেই দারুণ ছন্দে রয়েছে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এবছর বাকি দুই প্রধানের পাশাপাশি ময়দানের একাধিক…

Alexis Nahuel Gómez and Mirjalol Kasimov

এবারের প্রিমিয়ার ডিভিশন লিগ থেকেই দারুণ ছন্দে রয়েছে কলকাতা ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। এবছর বাকি দুই প্রধানের পাশাপাশি ময়দানের একাধিক তাবড় তাবড় দলকে হারিয়ে টানা তিনবার কলকাতা লিগ ঘরে তুলেছে মহামেডান। যা নিয়ে খুশি দলের সমর্থকরা। তবে এখানেই থামতে নারাজ সকলে। এবার আইলিগকেই পাখির চোখ করে এগোতে চাইছেন আন্দ্রে চেরনিশভ। তবে সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছিল না মহামেডানের।

গত কয়েকদিন ধরেই দলের অন্দরে দেখা দিয়েছে নয়া সমস্যা। মূলত শাস্তির মুখে পড়তে হয়েছে সাদা-কালো ব্রিগেডের দুই দাপুটে বিদেশিকে। যাদের মধ্যে ছিলেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ আর কাশিমভ। গত, চার্চিল ম্যাচে রেফারির সঙ্গে বিবাদে জড়িয়েছিল এই দুই ফুটবলার। তার যেরে লাল কার্ড দেখতে হয়েছিল দুইজনকেই। তারজন্য পরবর্তীতে রাজস্থান ম্যাচে নামতে পারেননি তাদের কেউ।

তবে কিছুদিন পর ইন্টারকাশি ম্যাচে তাদের নামানোর আশা করা হলেও জারি করা হয় নয়া শাস্তি। সেইমতো কাশিমভকে মোট আট ম্যাচ ও অ্যালেক্সিস গোমেজকে আরও তিন ম্যাচ থাকতে হত মাঠের বাইরে। যা নিঃসন্দেহে বিরাট বড় সমস্যা সৃষ্টি করতে পারত দলের অন্দরে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে পরবর্তীতে ডিসিপ্লিনিরি কমিটির কাছে একবার ক্লাবের তরফ থেকে গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হলেও তা খুব একটা কাজে আসেনি।

যারফলে, একটা সময় আইনি পথে হাঁটার কথাও শোনা গিয়েছিল মহামেডান কর্তাদের তরফ থেকে। সাদা-কালো কর্তা কামরুদ্দীন ববি বলেছিলেন, এই নিয়ে এআইএফএফ কল্যাণ চৌবের সঙ্গে আগে ও একবার কথা হয়েছে। যারফলে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখার আপিল করেন। তবে তা বাতিল করে দেওয়ার পর পুনরায় তাদের তরফ থেকে কল্যাণ চৌবের সঙ্গে যোগাযোগ করা হয়। ফের অ্যাডভোকেটের মাধ্যমে আপিল করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য।

অবশেষে গতকাল রাতে উঠে গিয়েছে সেই সাসপেনশন। যারফলে, কোচের নির্দেশ থাকলে আজ থেকে ফের মাঠে নামতে পারবেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস গোমেজ ও কাশিমভস। তবে শেষ পর্যন্ত আদৌ তাদের প্রথম একাদশে রাখা হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।