ফের ড্র। সন্তোষ ট্রফির (Santosh Trophy) যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় ম্যাচে হরিয়ানার বিপক্ষে ম্যাচ ড্র করল রঞ্জন চৌধুরীর ছেলেরা। যারফলে, তিন ম্যাচ খেলে মাত্র পাঁচ পয়েন্ট পেল বাংলা দল। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওডিশা ফুটবল দলকে ২ গোলে পরাজিত করে যথেষ্ট ভালো শুরু করেছিল শঙ্কর ব্রিগেড।
তবে গত ম্যাচে দিল্লির বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল বাংলার ছেলেদের। যা কিছুতেই মেনে নিতে পারেননি কেউ। তা যেভাবেই হোক আজ জয়ের লক্ষ্য ছিল রঞ্জন চৌধুরীর ছেলেদের। তবে এবার ও অমীমাংসিত ফল নিয়েই মাঠ ছাড়তে হল ছেলেদের।
উল্লেখ্য, সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্বে গত দুই ম্যাচে পরাজিত হয়ে কিছুটা ব্যাকফুটে ছিল হরিয়ানা ফুটবল দল। আজ তাদের সঙ্গে ড্র করার দরুণ এবার প্রশ্নের মুখে বাংলার পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা। যা দেখে হতাশ সকলেই। আসলে, আজ সুযোগ বুঝে দলের ফুটবলাররা ঘনঘন আক্রমণে উঠলেও শেষ রক্ষা হয়নি। ফিনিশ করা সম্ভব হয়নি কারুর পক্ষে।
এছাড়াও কার্ড সমস্যা যথেষ্ট চিন্তায় রেখেছিল দলের ফুটবলারদের। আসলে বিজয় মুর্মু মাঠে ফিরে এলেও হলুদ কার্ড ছিল দলের বহু ফুটবলার। তাই যথেষ্ট সাবধানে খেলতে দেখা গিয়েছে বাংলা দলের ফুটবলারদের। তার প্রভাবই হয়ত পড়েছে আজকের ম্যাচে।