Santosh Trophy: কাজে এল না পরিবর্তন, দিল্লির বিপক্ষে ম্যাচ ড্র বাংলার

গত ৯ অক্টোবর থেকে পাঞ্জাবে নিজেদের সন্তোষ ট্রফির (Santosh Trophy) যাত্রা শুরু করেছে বাংলা দল। প্রথম ম্যাচে ওডিশা দলের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে নিজেদের…

Delhi battle West Bengal

গত ৯ অক্টোবর থেকে পাঞ্জাবে নিজেদের সন্তোষ ট্রফির (Santosh Trophy) যাত্রা শুরু করেছে বাংলা দল। প্রথম ম্যাচে ওডিশা দলের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে নিজেদের যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই আটকে যেতে হল রঞ্জন চৌধুরীর ছেলেদের। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ দিল্লির ফুটবল দলের মুখোমুখি হয়েছিল বাংলার ছেলেরা।

নির্ধারিত সময়ের শেষে অমীমাংসিতভাবে ভাবে শেষ হল আজকের ম্যাচ। উল্লেখ্য, বাংলা দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ তৈরি করা হলেও ফিনিশ করা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারফলে, গোলশূন্য ব্যবধানেই মাঠ ছাড়তে হয় তাদের। যা দেখে হতাশ সকলেই।

উল্লেখ্য, আজকের এই ম্যাচের আগে বাংলার ফুটবল দলের মধ্যে মোট তিনটি বদল এনেছিলেন কোচ রঞ্জন চৌধুরী। আসলে যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে বিজয় মুর্মুর কার্ড দেখার দরুণ পরবর্তীতে যে দলের কিছুটা বদল আসবে তার আন্দাজ পাওয়া গিয়েছিল অনেক আগেই। সেইমতো, আজ বিজয় মুর্মুর বদলে দলে আসনে সায়ন ব্যানার্জি।

এছাড়াও প্রথম একাদশ থেকে অরিজিৎ বাগুই ও রাজ বাঁশফোরকে সরিয়ে দলের মধ্যে আনা হয় রুহুল পুরোকাইত ও বিক্রম প্রধানকে। অনেকেই মনে করেছিলেন এবারের এই তিনটি পরিবর্তনের প্রভাব দেখা যাবে ম্যাচের মধ্যে। তবে একেবারেই উল্টো হয়ে যায় পরিস্থিতি।

ম্যাচের প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ও ছন্নছাড়া ফুটবল খেলতে দেখা যায় গোটা দলকে। সেইসাথে পাল্লা দিয়ে চলে মিস পাসের মহড়া। এক কথায় বলতে গেলে, প্রস্তুতির অভাব স্পষ্ট লক্ষ্য করা যায় আজ মাঠের মধ্যে। যা দেখে হতাশ সকলেই।