Job Scam: টেট পাশ নন! তৃণমূল আমলে ৯৪ জন ঘুষ দেওয়া শিক্ষকের চাকরি বাতিল

টেট পাশের নেই কোনও প্রমাণ। তবে চাকরি করছিলেন তারা। সেই ঘুষ দেওয়া সুখের চাকরি চলে গেল আদালতের নির্দেশে। তৃণমূল আমলে শিক্ষা দফতরে বিপুল বেআইনি যে…

টেট পাশের নেই কোনও প্রমাণ। তবে চাকরি করছিলেন তারা। সেই ঘুষ দেওয়া সুখের চাকরি চলে গেল আদালতের নির্দেশে। তৃণমূল আমলে শিক্ষা দফতরে বিপুল বেআইনি যে নিয়োগ হয়েছে বলে অভিযোগ, তার জলজ্যান্ত প্রমাণ ফের জনসমক্ষে।

বিচারপতির নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে বাতিল হল ৯৪ জনের চাকরি। প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টে জানিয়েছে ৯৬ জনকে নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৯৪ জন টেট পাশের প্রমাণ দেখাতে পারেননি।

২০১৬-র প্রাথমিক নিয়োগে অংশ নিয়েছিলেন এমন অনেক চাকরি প্রার্থীও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। সেই ‘বঞ্চিত’দের সুযোগ দেওয়া যায় কি না, এবার সেই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির পর্যবেক্ষণ, কেউ জানে না কবে তদন্ত শেষ হবে। আইনি জটিলতা বাড়ছে। তাই একটা সমাধান হোক।একই সঙ্গে ২০১৬-র প্রাথমিক নিয়োগের প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী শুক্রবারের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে। প্রাথমিকে কত শূন্যপদ আছে সেটাও জানাতে হবে।৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বিচারপতি অমৃতা সিনহা এদিন জানতে চান কতগুলি বেআইনি নিয়োগ হয়েছে। পর্ষদ মাত্র ৯৪ টি বেআইনি নিয়োগের কথা বলায় অবাক হন তিনি। বোর্ডের তরফে দাবি করা হয়েছে, এই ৯৪ জন টেট পরীক্ষার সার্টিফিকেট দেখাতে পারেননি। সবাইকে বরখাস্ত করার সুপারিশ করেছে বোর্ড।