Santosh Trophy : অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে রঞ্জন ভট্টাচার্যের কথা

Santosh Trophy : মিলে গিয়েছে বাংলার (Bengal) কোচ রঞ্জন ভট্টাচার্যের কথা। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তাঁর দলের ছেলেরা। যার ফলে অধরাই রইল তেত্রিশতম সন্তোষ…

Santosh Trophy : মিলে গিয়েছে বাংলার (Bengal) কোচ রঞ্জন ভট্টাচার্যের কথা। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি তাঁর দলের ছেলেরা। যার ফলে অধরাই রইল তেত্রিশতম সন্তোষ ট্রফি খেতাব।

সোমবার মঞ্জেরি স্টেডিয়ামে ছিল সন্তোষ ট্রফির ফাইনালে। তার একদিন আগে হয়েছিল সাংবাদিক সম্মেলন। সেখানে রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, ‘উত্তেজনাকর ম্যাচ হতে চলেছে। আশা করবো সমর্থকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। তুল্যমূল্য প্রতিযোগিতা হতে চলেছে। প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে যে দল সুযোগের সদ্ব্যবহার করবে জিতবে সন্তোষ ট্রফি।’

আরও পড়ুন: Santosh Trophy Final : পেনাল্টি শ্যুট আউটে বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন কেরালা

প্রথম দুই অর্ধে কোনো দলই গোল করতে পারেনি। গোল করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল একাধিকবার। কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দল। ম্যাচের নিষ্পত্তি হয়েছে পেনাল্টি শ্যুট আউটে।

কেরালার পক্ষে পেনাল্টি শ্যুট আউটের ফল ৫-৪। বাংলার একটি প্রবেশ করেনি কেরালা তেকাঠিতে। তাতেই ম্যাচের ফয়সালা। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি বাংলা।