ISL: জেতা ম্যাচ ড্র করে চাঞ্চল্যকর টুইট পোস্ট সন্দেশ ঝিঙ্গানের 

গত শনিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL) জেতা ম্যাচ ড্র করেছে ATK মোহনবাগান, কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে,  

 ২-২ গোলের স্কোরলাইনে। আর এই স্কোরলাইন নিয়ে সবুজ মেরুন ফুটবলারের সন্তুষ্ট নয় তা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের টুইট পোস্ট থেকে পরিষ্কার।

   

ATK মোহনবাগানের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের টুইট পোস্ট হল,”আমরা যে ফলাফল চেয়েছিলাম তা নয়, তবে এটি ফুটবল। আজ রাতে এটি একটি লড়াই ছিল এবং আমরা দুর্দান্ত চরিত্র দেখিয়েছি এবং কখনও হাল ছাড়িনি যার জন্য আমি আমার দলের জন্য গর্বিত। আমরা এটি তৈরি করি এবং আমরা এগিয়ে যাই 💪🏻

জয় মোহন বাগান 💚❤️ “

প্রসঙ্গত, কেরালা ব্লাস্টার্স এফসি দলের বিরুদ্ধে প্রথমে পিছিয়ে থেকে ১-১ গোলের সমতায় ফিরে আসা, এরপর ফের গোল খেয়ে পিছিয়ে পড়া মেরিনার্সদের।কিন্তু হাল না ছাড়ার মনোভাব অটুট ছিল সবুজ মেরুন ব্রিগেডের। ম্যাচের অতিরিক্ত সময়ে কিয়ান নাসিরি আর সন্দেশ ঝিঙ্গানের বল কেরালার জালে জড়ালে ATK মোহনবাগান জিতে যেত। শেষমেশ অবশ্য,খেলার অতিরিক্ত সময়ে জনি কাউকোর করা গোলে ২-২ স্কোরলাইন রেখে মাঠ ছাড়ে ATK মোহনবাগান।

কেরালার ব্লাস্টার্স এফসি’র বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করে বসা সঙ্গে নিজের গোল মিসের হাহুতাশ থেকে মেরিনার্স ক্যাম্পের ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের টুইট পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন