সন্দেশ ঝিঙ্গান আগামী দিনে কোন ক্লাবে যাবেন, সেটা এখনও নিশ্চিত নয়। তিনি নিজেও হয়তো কোনো সিদ্ধান্ত নেননি। ইস্টবেঙ্গলের (East Bengal) কাছ থেকে অনেক দিন আগেই প্রস্তাব পেয়েছিলেন।
সন্দেশ ঝিঙ্গানের কাছে অনেক দিন আগেই ইস্টবেঙ্গল প্রস্তাব দিয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু তিনি তাতে রাজি হননি। কেন রাজি হননি? শোনা কথা অনুযায়ী লাল হলুদের প্রস্তাব তাঁর পছন্দ হয়নি। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ডুরান্ড কাপ খেলার ব্যাপারে বলা হয়েছিল। ভারতীয় তারকা ডিফেন্ডার সেটায় রাজি ছিলেন না।
আগামী মরসুমের জন্য এখনও কিছু ঠিক করে উঠতে পারেননি সন্দেশ। আরও একটু সময় নিতে চাইছেন তিনি। ইস্টবেঙ্গল তাঁকে সই করানোর দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও ভারতীয় ক্লাবের অন্তত একটি প্রস্তাব তাঁর হাতে এখনও আছে। বেঙ্গালুরু ফুটবল ক্লাব দলে নিতে আগ্রহী।
বিদেশি ক্লাবে খেলার জন্য এখনও চেষ্টা চালাচ্ছেন। যদিও গতবার বিদেশে গিয়ে অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন বেশিরভাগ সময়। ভুগিয়েছিল চোট। শেষে ফিরে এসেছিলেন নিজের দেশে।