Salman Khan: ইস্টবেঙ্গল ক্লাবে ভাইজান, জেনে নিন দিনক্ষণ

এবার ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) আসছেন সলমন খান (Salman Khan )! বিগত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে কলকাতা ময়দানে।

Salman Khan playing football

এবার ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengal Club) আসছেন সলমন খান (Salman Khan )! বিগত কয়েকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছে কলকাতা ময়দানে। পূর্বে ক্লাবের শতবর্ষ উদযাপনের সময় আসার কথা থাকলেও ব্যস্ততার জন্য আসতে পারেননি বলিউডের ভাইজান। তবে এবার নাকি আসার সম্ভাবনা প্রবল তার।

আগে ও একবার কলকাতা ময়দানে পা রেখেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। সেবার মহামেডান স্পোর্টিং ক্লাব টেন্টে আসলেও ইস্টবেঙ্গল ক্লাবে আসার সুযোগ হয়নি। তাই সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৩ মে লাল-হলুদ তাঁবুতে আসতে পারেন সকলের প্রিয় এই অভিনেতা। যদি ও এই নিয়ে ক্লাবের তরফ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি।

আগে ও ইস্টবেঙ্গল ক্লাবের জন্মবার্ষিকী তে দেখা গিয়েছিল অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা কে। সেবার প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার ভাইজান আসলে সেই উন্মাদনা যে বহু অংশে বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না। শোনা যাচ্ছে, ক্লাবের মাঠ ও নবনির্মিত আর্কাইভ ঘুরিয়ে দেখানোর পাশাপাশি ভাইজানের সঙ্গে অনুষ্ঠানের সূচি নিয়ে ও নাকি আলোচনা করেছেন লাল-হলুদ কর্তারা। তাই সব ঠিক থাকলে শহরের বিভিন্ন প্রান্তে তাঁকে নিয়ে অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে অন্যতম এই ইস্টবেঙ্গল ক্লাব।

তবে এই নিয়ে লাল-হলুদ শিবিরে সাজো সাজো রব দেখা দিলেও খুব একটা খুশি নন ক্লাব সমর্থকদের একাংশ। বিগত কয়েক বছর ধরেই পরিচিত ছন্দে নেই ইস্টবেঙ্গল। আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত শেষ চারে পৌঁছতে পারেনি তারা। চ্যাম্পিয়ন তো দূরস্থ। তাই আগামী মরশুমের জন্য এখন থেকেই দল গঠনের কাজে হাত দিতে চায় ইমামি ইস্টবেঙ্গল কতৃপক্ষ। কিন্তু এক্ষেত্রে দেখা দিতে পারে বাজেট সমস্যা। তাই এই পরিস্থিতিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কিছুতেই মন থেকে মেনে নিতে পারছেন না সমর্থকরা। এই প্রসঙ্গেই গত কয়েকদিন আগে লাল-হলুদ কে খোঁচা দিয়েছিলেন মোহনবাগান কর্তা দেবাশীষ দত্ত।