HomeKolkata CityJob Scam: রাত কাটতেই অভিষেকের ‘বুলি’ কুন্তলের ঠোঁটে

Job Scam: রাত কাটতেই অভিষেকের ‘বুলি’ কুন্তলের ঠোঁটে

- Advertisement -

অভিষেকের (Abhishek Bandopadhyay) নাম বলানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাপ দিচ্ছে। মন্তব্য করেছেন সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh, a former TMC member)। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল।

তাৎপর্যপূর্ণ, বুধবার দলীয় সভা থেকে তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আমার নাম বলতে কুণাল ঘোষ ও মদন মিত্রদের চাপ দিয়েছিল তদন্তকারী সংস্থা। একইরকম কথা বললেন কুন্তল ঘোষ।

Advertisements

আরও পড়ুন: Coal Scam: কয়লা পাচার তদন্তের মধ্যে অভিষেক-বিনয় বিদেশযাত্রার তথ্য ইডির হাতে: গণশক্তি

বৃহস্পতিবার প্রেসিডেন্সি জেল থেকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হয় কুন্তল ঘোষকে। অভিষেকের বার্তা প্রসঙ্গে কুন্তল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেওয়া মানে আমাদের বুক চওড়া করা। কারণ, এজেন্সিরা ভয় দেখিয়ে আমাদের কাছে থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছে। কিন্তু আমরা মা মাটি মানুষের আদর্শের দলের লোক। আমরা ওই ধরনের ভয়কে পাত্তা দিই না। কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে, এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে। অভিষেকের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলেছেন কুন্তল ঘোষ।

বুধবার শহিদ মিনারে তৃণমূল ছাত্র যুবর জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মদনদা জেলে ছিলেন। কুণাল ঘোষও জেলে ছিলেন। এঁদের বলা হয়েছিল, আমার নাম নিলেই ছেড়ে দেবে। আমার জন্য আলাদা আইন করার দরকার নেই। যদি প্রমাণ করতে পারেন আমি কোনও রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, তা হলে যাই হোক না কেন, যে ইস্যুতেই হোক না কেন এই শহিদ মিনারেই ফাঁসির মঞ্চকে বরণ করে নেব।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ