Salman Khan: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন ভাইজান, কবে কলকাতায় আসছেন?

অবশেষে এবার লাল-হলুদে পা রাখছেন সলমন খান (Salman Khan)। বর্তমানে একথা সকলেরই জানা। পূর্বে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আসার কথা থাকলেও প্রচন্ড ব্যস্ততার জন্য আসতে পারেননি বলিউডের ভাইজান

Salman Khan with the Chief Minister of West Bengal

অবশেষে এবার লাল-হলুদে পা রাখছেন সলমন খান (Salman Khan)। বর্তমানে একথা সকলেরই জানা। পূর্বে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আসার কথা থাকলেও প্রচন্ড ব্যস্ততার জন্য আসতে পারেননি বলিউডের ভাইজান। তবে এবার নাকি আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর।

তবে কলকাতা ময়দানে ভাইজানের আগমন নতুন নয়, আগে ও একবার কলকাতা ময়দানে পা রেখেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। সেবার মহামেডান স্পোর্টিং ক্লাব টেন্টে এসেছিলেন তিনি। এবার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা। নির্ধারিত সূচি অনুসারে আগামী মে মাসের ১৩ তারিখ লাল-হলুদ তাঁবুতে আসতে পারেন সকলের প্রিয় এই অভিনেতা। তবে এই নিয়ে ক্লাবের তরফ থেকে এখনো কোনো কিছু চূড়ান্ত না করা হলেও এমনটাই খবর উঠে এসেছে আগে। তবে এবার জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও নাকি আলাদা করে দেখা করতে চান ভাইজান।

   

কিন্তু কবে আসছেন তিনি? শোনা যাচ্ছে আগামী ১২  মে কলকাতায় পা রাখবেন সলমন খান। তারপরেই নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে দেখা করবেন এই অভিনেতা। কিন্তু কিসের জন্য এই বিশেষ সাক্ষাৎ তা এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই খুনের হুমকি পেয়েছিলেন বলিউডের এই অভিনেতা। যারফলে, পিছিয়ে দেওয়া হয়েছিল সমস্ত ইভেন্ট। এমনকি তার কলকাতায় আসা নিয়ে ও তৈরি হয়েছিল ধোঁয়াশা। তবে শেষ পর্যন্ত সবুজ সংকেত মিলেছে সব দিক থেকেই। যারফলে আগামী ১৩ ই মে লাল-হলুদে আসতে চলেছেন সলমন খান। এখন তাকে দেখার জন্যই মুখিয়ে শহরের অগনিত ভাইজান ভক্তরা।

তবে তিনি একানন, আগামী ১৩ মে সলমন খানের পাশাপাশি লাল-হলুদে আসতে পারেন জ্যাকলিন ফার্নান্দেজ, পূজা হেগড়ে ও প্রভু দেওয়ার মতো জনপ্রিয় তারকারা। তবে এতবড়ো একটি অনুষ্ঠান কোথায় আয়োজিত হবে তা নিয়ে বিগত কয়েকদিন ধরেই দেখা দিয়েছিল জল্পনা, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতেই নাকি মিলেছে ছাড়পত্র। পাশাপাশি পুলিশের অনুমতি ও নাকি মিলেছে অতি সহজেই। যারফলে আগামী ১৩ ই মে চাঁদের হাট বসতে চলেছে লাল-হলুদ তাঁবুতে।