Mohun Bagan: গোয়া ছেড়ে সবুজ-মেরুন জার্সি গায়ে চড়াতে চান এই তরুণ মিডফিল্ডার

চলতি ফুটবল মরশুমের শুরুতে বেশ কয়েকবার হোঁচট খেয়েছিল এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যারফলে, বেগ পেতে বেশ কিছুটা সময় লেগেছিল তাদের।

Ayush Chetri, Midfielder, Potentially Joining Mohun Bagan

চলতি ফুটবল মরশুমের শুরুতে বেশ কয়েকবার হোঁচট খেয়েছিল এটিকে মোহনবাগান (Mohun Bagan)। যারফলে, বেগ পেতে বেশ কিছুটা সময় লেগেছিল তাদের। আইএসএলের প্রথম লেগে সেভাবে প্রভাব না ফেলতে পারলেও দ্বিতীয় লেগে কেরালা ম্যাচের পর থেকেই বদলাতে থাকে পরিস্থিতি। যাদের নক আউট পর্বে খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছিল তারাই এবার আইএসএল চ্যাম্পিয়ন।

যেন এক স্বপ্নের অভিযান। এবার সুপার কাপ কেই পাখির চোখ বাগানের হেডস্যারের। সেইমতো আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলনে নামছে গোটা সবুজ-মেরুন ব্রিগেড। এই টুর্নামেন্ট জিতলেই তাদের হাতে চলে আসবে এফসি কাপের ছাড়পত্র। তাই সবদিক বিচার বিবেচনা করেই বাড়তি সাবধানী প্রীতমরা।

এছাড়াও আগামী মরশুমের কথা মাথায় রেখে এখন থেকেই দল সাজাতে শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। এক্ষেত্রে উঠে আসছে বহু জনপ্রিয় ফুটবল তারকার নাম। যাদের অধিকাংশই ভারতীয়। এক কথায় ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করেই চূড়ান্ত সফলতা পেতে চান ফেরেন্দো। সেজন্য আকাশ মিশ্রার পাশাপাশি আর ও ডিফেন্সিভ মিডফিল্ডারের আসার সম্ভাবনা দেখা দিয়েছে মোহনবাগান শিবিরে।

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এফসি গোয়ার তরুন মিডফিল্ডার আয়ুশ ছেত্রীর সঙ্গে গত বেশ কয়েকদিন ধরে কথাবার্তা চালাচ্ছে এটিকে মোহনবাগান ক্লাব। বর্তমানে অনেকটাই নাকি এগিয়ে গিয়েছে সেই আলোচনা। যারফলে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মরশুমে সবুজ-মেরুন জার্সিতে খেলতে দেখা যেতে পারে এই তরুন ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

কয়েকবছর আগে আইজল এফসির হয়ে পেশাদার ফুটবলার হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন ১৯ বছরের এই ফুটবলার। তারপর আইএসএল এসে এফসি গোয়ার জার্সিতে সকলের নজর কেড়েনেন তিনি। তাই আগামী বছর তরুন ব্রিগেড কে শক্তিশালী করতে আইয়ুশ কে আনার কথা ভাবছে এটিকে ম্যানেজমেন্ট।

অন্যদিকে দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে এগোতে শুরু করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরে চেন্নাইন এফসির তরুন ফরোয়ার্ড রহিম আলির সঙ্গে নাকি কথাবার্তা চালাচ্ছে ইমামি ম্যানেজমেন্ট। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।