জেল খাটা আসামীকে বড় দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড

পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান দলের হতশ্রী পারফরম্যান্সের পর পদত্যাগ করেছেন। তার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে দায়িত্ব…

পিসিবির প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান দলের হতশ্রী পারফরম্যান্সের পর পদত্যাগ করেছেন। তার জায়গায় পাকিস্তান ক্রিকেট বোর্ড দলের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজকে দায়িত্ব দিয়েছে। সালমান বাটকে নির্বাচক কমিটির সদস্য করেছে পিসিবি। যিনি স্পট ফিক্সিংয়ের মামলায় জেলেও গিয়েছেন।

এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রমিজ রাজা। এক সাক্ষাৎকারে রমিজ রাজা বলেন, ‘এমন একজন সদস্যকে নিয়ে একটি সিলেকশন কমিটি থাকাটা পাগলামি। যিনি ম্যাচ ফিক্সিংয়ের দায়ে জেলে গিয়েছিলেন। এটা সত্যিই পাগলামি।’

টেস্ট ক্রিকেটে স্পট ফিক্সিং করে নিজের দেশের নাম কলঙ্কিত করেছিলেন সালমান বাট। প্রসঙ্গত, ২০১০ সালে লর্ডস টেস্ট এর সময় তার ঘৃণ্য কাজ প্রকাশ্যে চলে এসেছিল। বুকি মাজহার মজিদের কাছ থেকে টাকা নিয়ে স্পট ফিক্সিং করেছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন পাকিস্তানি বোলার মহম্মদ আমির ও মহম্মদ আসিফ। আশ্চর্যের বিষয় হলো, আমিরের বয়স তখন মাত্র ১৮ বছর।

সালমান বাট নিজেও জানতেন না যে এই ধরণের ঘৃণ্য কাজ তার ক্যারিয়ার শেষ করে দেবে। স্পট ফিক্সিংয়ের আগে পাকিস্তানের হয়ে ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। এই সময়ে তিনি যথাক্রমে ১৮৮৯, ২৭২৫ এবং ৫৯৫ রান করেন। টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন তিনি। টেস্টে ৩টি ও ওয়ানডেতে ৮টি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে।