হিরো ইন্ডিয়ান সুপার লিগে চ্যাম্পিয়নের তকমা থাকলেও গত কয়েকটি মরশুমে একেবারেই ছন্দে নেই অভিষেক বচ্চনের চেন্নাইয়িন এফসি। অনেকদিন হয়ে গেলো কোনো বড় ট্রফি আসেনি তাদের ঝুলিতে। পরবর্তীতে দলের আইএসএল জয়ী কোচ ওয়েন কোয়েলকে ছাঁটাই করে নয়া কোচ আনা হলেও খুব একটা সুবিধে করতে পারেনি দক্ষিণের এই ফুটবল দলটি।
গত মরশুমে ও দলের পারফরম্যান্স দেখে খুব একটা খুশি হতে পারেনি সমর্থকরা। তবে নতুন মরশুমের কথা মাথায় রেখে ফিরিয়ে আনা হয় তাদের পুরোনো কোচ ওয়েন কোয়েলকে। তার হাত ধরেই এই বছর নতুন করে সেজে উঠেছে চেন্নাইয়িন৷
যারফলে,বহু দাপুটে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশের তরুণ প্রতিভাবান ফুটবলারদের ও যুক্ত করা হয়েছে দলের সঙ্গে। যাদের মধ্যে রয়েছেন লাল-হলুদ দলের প্রাক্তন ফুটবলার অঙ্কিত মুখার্জি থেকে শুরু করে ভিন রাজ্যের আরও বেশকিছু প্রতিভাবান। তবে এরফলে নিজেদের দলের একাধিক পুরোনো ফুটবলারদের ছেড়ে দিতে হয়েছে চেন্নাইয়িন এফসি। যারমধ্যে রয়েছেন বঙ্গ তারকা সজল বাগ। একটা সময় তার আইজল এফসিতে যোগদান করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি।
বদলে, আইলিগের আরেক শক্তিশালী দল নেরোকা এফসিতে যোগদান করেন এই প্রতিভাবান ফুটবলার। উল্লেখ্য, শেষ আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি নেরোকা এফসি। বহু পরিকল্পনা নিয়ে নিজেদের টুর্নামেন্ট শুরু করলেও কয়েক ম্যাচ পর থেকেই পারফরম্যান্স খারাপ হতে থাকে এই ফুটবল দলের। যারফলে শেষ পর্যন্ত লিগের নির্ধারিত ২২ ম্যাচের শেষে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে থেকেই শেষ করতে হয়েছে নিজেদের অভিযান। নয়া মরশুমে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য তাদের।