Attack on Israel: বিপদে মোরে রক্ষা কর-বিরোধী দলনেতাকে নিয়ে নতুন সরকার নেতানিয়াহুর

চরম বিপদে এক পারছি না বলে বিরোধী দলনেতার সাথে যুদ্ধকালীন সরকার গঠন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই সাময়িক সরকারে সামিল হলেন ইজরায়েল সংসদের বিরোধী…

চরম বিপদে এক পারছি না বলে বিরোধী দলনেতার সাথে যুদ্ধকালীন সরকার গঠন করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই সাময়িক সরকারে সামিল হলেন ইজরায়েল সংসদের বিরোধী দলনেতা তথা দেশটির অন্যতম সামরিক বিশেষজ্ঞ বেনি গানৎস। বিবিসি, আল জাজিরার সংবাদ বিশ্লেষণে উঠে আসছে নেতানিয়াহুর অসহায়তা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের যুদ্ধ-সংবাদ বিশ্লেষণে উঠে এসেছে ইজরায়েলি গোয়েন্দা বিভাগের চরম ব্যর্থতার প্রসঙ্গ। বিশ্ব জুড়ে প্রশ্ন, কী করে ইজরায়েলের অতি আধুনিক সুরক্ষা বলয় বারবার ভাঙছে (Attack on Israel) হামাস গোষ্ঠি? এই একই প্রশ্নে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জর্জরিত। তিনি পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন সরকার গঠন করেছেন।

বিবিসি বলছে, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাঁর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর প্রাক্তন প্রধান বেনির সঙ্গে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন করেছেন। হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই সরকারের মেয়াদকাল থাকবে বলে জানা গেছে। যুদ্ধকালীন মন্ত্রিসভায় ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রাক্তন সেনা প্রধান বেনি এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার হামাস-ইজরায়েল সংঘাতের পঞ্চম দিনে নেতানিয়াহুকে সাহায্য করতে রাজি হলেন ইজরায়েলের বিরোধী দলনেকা বেনি গানতজ। এই ধরণের সরকার গঠন ইজরায়েলের নির্বাচিত সরকারের দূর্বলতাকেই প্রকট করল বলে মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা বলছেন।

ফিলিস্তিন সংগঠন হামাস যেভাবে বহু চর্চিত ইজরায়েলের সুরক্ষা বলয় ভেঙে হামলা চালাচ্ছে তাতে চমকে গেছে দুনিয়া। ইজরায়েলের দম্ভে আঘাত বলেই মনে করছেন আন্তর্জাতিক তাবড় তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। শনিবার থেকে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলায় বু়ধবার পর্যন্ত ১২০০ ইজরায়েলি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে গাজায় ইজরায়েলের পাল্টা হামলায় ৯০০ অধিক বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মোট তিন হাজারের বেশি নিহত।