SAFF Championship: গোল করেও এল না জয়, কুয়েতের কাছে আঁটকে গেল ভারত

Kuwait Claims Group A Lead in SAFF Championship 2023, Holds India to 1-1 Draw

SAFF Championship: কাজে এল না সুনীলের গোল। নির্ধারিত সময়ের শেষে ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছাড়তে হল ব্লু টাইগার্সদের। খেলার ফলাফল ১-১ গোল। ভারতের হয়ে সুনীল ছেত্রী গোল করে এগিয়ে দিলেও ম্যাচের একেবারে শেষের দিকে ডিফেন্ডার রহিম আলির আত্মঘাতী গোলে সমতায় ফেরে কুয়েত দল। সেই ফলেই শেষ হয় আজকের ম্যাচ। যারফলে গোল পার্থক্যের নিরিখে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে চলে যায় কুয়েত। অন্যদিকে একটি মাত্র গোলের তফাতে গ্রুপ রানার্স হয়ে সেমিফাইনালে নামবে সুনীল ব্রিগেড।

বলাবাহুল্য, অতীতের পরিসংখ্যান যেমন ই থাকুক না কেন, আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিতে থাকে ভারতীয় ব্রিগেড। একাধিকবার গোলের সহজ সুযোগ এসে গেলেও তা বারংবার কাজে লাগাতে ব্যর্থ থাকে ভারত। একটি সহজ সুযোগ নষ্ট করেন খোঁদ সুনীল ছেত্রী। নাহলে অনায়াসেই একাধিক গোলে এগিয়ে যেতে পারত ইগর স্টিমাচের ছেলেরা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময় অর্থাৎ ৪৭ মিনিটের কাছাকাছি সময় দুরন্ত গোল তুলে আনেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ভারতীয় ফুটবল দল।

   

তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে কুয়েত দলের ফুটবলাররা। একাধিকবার ভারতীয় ডিফেন্সে হানা দিলেও ঠান্ডা মাথায় তা আঁটকে দিতে থাকেন আনোয়ার – সন্দেশরা। যারফলে, ভারতীয় ডিফেন্সে বিপদ দেখা দিলেও তা কেঁটে যেতে থাকে। পরবর্তীতে একটি ফ্রিকিক থেকে গোলে শট মারেন এক কুয়েত ফুটবলার।

তবে দক্ষতার সাথে দলের সাক্ষাৎ পতন রোধ করতে সক্ষম হন গোলরক্ষক অমরিন্দর সিং। তবে ম্যাচের শেষের দিকে অর্থাৎ ৯২ মিনিটের মাথায় ঘটে যায় অঘটন। প্রতিপক্ষের বল কে বিপদ মুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ভারতীয় ডিফেন্ডার আনোয়ার আলি। যারফলে, সমতায় ফেরে ভারত। এবার সেমিফাইনালের লড়াই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন