Sachin Tendulkar : জন্মদিনে বন্ধু’ শচীনকে বিশেষ উইশ করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় 

Sachin Tendulkar

রোববার ৪৯ এ পা দিলেন কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar), জন্মদিনের দিন সকাল থেকে একের পর এক শুভেচ্ছা বার্তায় সোশ্যাল মিডিয়ায় মুখ ঢেকেছে তার।তার এই বিশেষ দিনে উইশ করলেন তার জাতীয় দলের প্রাক্তন সতীর্থ এবং ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়।ইন্সটাগ্রামে নিজেদের ইংল্যান্ড সফরে খেলাকালীণ একটি ছবি সহ পোস্ট করেছিলেন দাদা।সেই ছবি পোস্ট করে সৌরভ লেখেন,” আমার দেখা নিঃসন্দেহে সেরা ক্রিকেটার,শুভ জন্ম প্রিয় বন্ধু…তোমার আগাম জীবনের শুভেচ্ছা জানাই।”

Advertisements

নব্বইয়ের দশকের শেষের দিকে এবং একবিংশ শতাব্দীর শুরু’র দিকে সৌরভ – শচীনের দুরন্ত পার্টনারশিপ এখনও ভুলতে পারেননি কেউই ।তেন্ডুলকার এবং গাঙ্গুলী একসাথে খেলেছিলেন মোট ৩৪১ ম‍্যাচ,দীর্ঘ ১৬ বছর ধরে দুজনে একসাথে করেছিলেন ২৪,০০০ রান।গাঙ্গুলী’র ক‍্যাপ্টেন্সিতে নিজের কেরিয়ার’কে একেবারেই অন‍্যমার্গে নিয়ে গেছিলেন শচীন।

মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ হয় শচীনের।কেরিয়ারের। প্রথম দিকে তেমন সফলতা না হলেও পরবর্তী সময়ে বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন‍্যতম সেরা ক্রিকেটার হয়ে উঠেছিলেন তিনি।

Advertisements

আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ফর্ম‍্যাট মিলিয়ে তার সংগ্রহের রান সংখ্যা ৩৪,৩৫৭ রান।২০০ টেস্ট ম্যাচে করেছেন ১৫,৯২১ রান।৪৬৩ ওয়ানডে ম‍্যাচে করেছেন ১৮,৪২৬ রান,এবং একটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম‍্যাচে তিনি করেছেন মাত্র ১০ রান।

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টি শত‍রান করার নজির দখলে আছে একমাত্র তারই।এছাড়াও টেস্ট , ওয়ানডে মিলিয়ে, দুই ফর্ম‍্যাটে সর্বাধিক সেঞ্চুরি করার নজির তার দখলে আছে।৫০ ওভারের ক্রিকেটে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি করেছিলেন তিনি।