দ্রাবিড়ের হানিমুন পিরিয়ড শেষ: সাবা করিম

চলতি বছর অস্ট্রেলিয়াতে অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগামী বছর ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC’র এই দুই…

চলতি বছর অস্ট্রেলিয়াতে অক্টোবর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগামী বছর ভারতের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা ICC’র এই দুই মেগা ইভেন্টের দিকে চোখ টিম ইন্ডিয়ার হেডকোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ টি২০ বিশ্বকাপ আর দেড়মাস পরেই শুরু হবে।তাই হাতে আর একদম সময় নেই ‘দ্য ওয়ালের’ এই নামেই প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের পরিচিতি।

ক্রিকেট মহলে কানাঘুষো এশিয়া কাপে ভারতের পারফরমেন্স হল ব্যাক আপ কল অর্থাৎ সতর্কবাণী। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের পর কোচ দ্রাবিড়ের কোচিং আতস কাঁচের তলায়। এশিয়া কাপে ভারতের পারফরম্যান্সের পর পরিস্থিতি চ্যালেঞ্জিং।

এক সাক্ষাৎকারে দেশের প্রাক্তন উইকেট কিপার তথা নির্বাচক সাবা করিম রাহুল দ্রাবিড়ের ভারতীয় ক্রিকেট দলে কোচিং পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে বলেন,”দ্রাবিড়ের হানিমুন পিরিয়ড শেষ।” করিম বলেন, গত বছর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে নিয়োগ পান রাহুল। আর এবার তার আসল পরীক্ষা হতে যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এটা দ্রাবিড়ের জন্য একটা চ্যালেঞ্জিং সময় এবং তার হানিমুন পিরিয়ড শেষ। সাবা করিমের কথায়, দ্রাবিড় নিজে খুব ভাল করেই জানেন যে তার হানিমুন পিরিয়ড শেষ হয়ে গিয়েছে এবং তিনি তার যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু তার প্রচেষ্টা ভাল ফলাফলে পরিণত হচ্ছে না।এরই সঙ্গে করিম যোগ করে বলেন,আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার(রাহুল দ্রাবিড়) কাছ থেকে ভালো ফল আশা করছে সবাই।

প্রাক্তন এই উইকেটরক্ষক আরও বলেন, টি-টোয়েন্টি ছাড়াও, আগামী বছর ভারতে ফিফটি-ফিফটি বিশ্বকাপও আয়োজন হতে চলেছে। এই দুই টুর্নামেন্ট বড় আইসিসি টুর্নামেন্ট। ভারত যদি এই দুই প্রতিযোগিতাই জিততে পারে, তবেই রাহুল দ্রাবিড়ের মতো একজন ব্যক্তি সন্তুষ্ট হতে পারেন। দ্রাবিড়ের কোচিং’এ টিম ইন্ডিয়ার নড়বড়ে পারফরম্যান্স সম্পর্কে সাবা করিম এও বলেন, যদি একড়া বিকল্প দেওয়া হয়, তাহলে রাহুল দ্রাবিড় দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডে শেষ টেস্ট ম্যাচ জয় দেখতে পছন্দ করত। কিছুটা দার্শনিকতার ভঙ্গিতে প্রাক্তন এই নির্বাচক বলেন,তিনি (রাহুল দ্রাবিড়) তার প্রশিক্ষণে অনেক জয়ের সাথে এই বদল পছন্দ করতেন। কিন্তু এটা প্রকৃতির দেওয়া একটা চ্যালেঞ্জ, যার মুখোমুখি হতে হবে দ্রাবিড়কে।

সাবা করিমের কথায়, দ্রাবিড় খুব ভালভাবে বোঝেন যে তার নিজের কোচিং স্টান্টকে সফল করার একমাত্র উপায় রয়েছে। আর তা হল টিম ইন্ডিয়া আইসিসি ট্রফি জিতেছে এবং দ্বিতীয়টি হল টেস্ট সিরিজ জিতেছে SENA দেশগুলোর বিরুদ্ধে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া)। ওই সাক্ষাৎকারে বলেন, আমি টেস্ট জেতার কথা বলছি না। দ্রাবিড় নিজে যখন খেলছিলেন তখনও ভারত টেস্ট ম্যাচ জিতেছিল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারত যখন “সেনা দেশগুলিতে” টেস্ট সিরিজ জিততে শুরু করবে। আর এটাই দ্রাবিড়কে সবচেয়ে বেশি খুশি করবে। অর্থাৎ ক্রিকেটার হিসেবে টিম ইন্ডিয়ার সদস্য থাকার সময়ে যেভাবে ভারত টেস্ট ম্যাচ জিতেছেল, বর্তমানে কোচিং’র দায়িত্বতে থেকে খেলার সময় প্যাভিলিয়নে বসে ভারতের টেস্ট ম্যাচে জয় দেখতে সমান পচ্ছন্দের অনুভূতি রাহুল দ্রাবিড়ের কাছে।