Russia: খারিজ হল রাশিয়ার মাঠে নামার আবেদন

আপাতত আন্তর্জাতিক ক্রীড়া আদালত খারিজ করে দিলো রাশিয়ার (Russia) ফুটবল দলে মাঠে নামার আবেদন।তাই ফিফার (FIFA) ত‍রফে পরবর্তী কোনও সরকারি বিবৃতি জারি না হওয়ার আগে রাশিয়ার জাতীয় ফুটবল দল এবং রাশিয়ার ফুটবল ক্লাব গুলো ফিফা অনুমোদিত কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেনা।

Advertisements

অতি সম্প্রতি কাতার বিশ্বকাপের যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচে খেলতে নামার আবেদন করেছিল রাশিয়ার ফুটবল সংস্থা,চলতি মাসের শেষে পোল‍্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ নির্নায়ক পর্বের ম‍্যাচে রুশদের মাঠে নামার কথা,ম‍্যাচে জয়ী দল পরবর্তী রাউন্ডে হয় সুইডেন অথবা চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপের মূলপর্বে স্থান করে নিতে।রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকেই পোল‍্যান্ড সহ একাধিক দেশ পুতিনের দেশের বিরুদ্ধে খেলতে নামতে অস্বীকার করেছে।এরপর ফিফা এবং উয়েফা দুই সর্বোচ্চ ফুটবল সংস্থা তাদের নির্বাসিত করলে কোন ঠাসা হয়ে পড়ে তারা।তাই সমস্যার সুরাহার উদ্দেশ্য তারা আন্তর্জাতিক আদালতে আবেদন করেছিল, যদিও এখনও কোনও রকম ইতিবাচক বার্তা দেওয়া হয়নি তাদের তরফে।

   

ব‍র্তমানে নিষেধাজ্ঞা জারি থাকলেও পরবর্তী সময়ে তা ওঠার সম্ভাবনা যে একেবারেই নেই তা কিন্তু বলা যাচ্ছে না।পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালত তাদের এই সিদ্ধান্তে বদল আনতেই পারে।আর যদি এমনটা হয়,তাহলে জুন মাসে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ নির্নায়ক পর্বের পরবর্তী ম‍্যাচ গুলো’তে খেলতে পারে রাশিয়া, আপাতত যে ম‍্যাচ গুলো বাতিল হয়েছে সেই গুলো’ও হয়তো অনুষ্ঠিত হতে পারে।

শুধু ফুটবল নয়,এছাড়াও আরও একাধিক খেলায় আন্তর্জাতিক সংস্থা গুলো রাশিয়ার উপ‍র নিষেধাজ্ঞা জারি রেখেছে,বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে রুশ ক্রীড়াবিদ’দের দেশের পতাকা ছাড়াই প্রতিনিধিত্ব করতে দেখা গেছে সম্প্রতি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements