ISL: ছিটকে গিয়েও এই বিশেষ সম্মান পেতে পারে এটিকে মোহন বাগান

সেমিফাইনালের (ISL) দ্বিতীয় লেগে জিতেও শেষ রক্ষা হয়নি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan)। গোলের হিসেবে ফাইনালে উঠেছে হায়দরাবাদ এফসি। তবে আরও একটি সম্মান পাওয়ার…

সেমিফাইনালের (ISL) দ্বিতীয় লেগে জিতেও শেষ রক্ষা হয়নি এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan)। গোলের হিসেবে ফাইনালে উঠেছে হায়দরাবাদ এফসি। তবে আরও একটি সম্মান পাওয়ার সুযোগ রয়েছে বাগানের সামনে। 

ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে সম্প্রতি মাসের সেরা ফুটবলার বেছে নেওয়ার জন্য ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে। সেরা ফুটবলারদের দাবিদার হিসেবে রয়েছেন রয় কৃষ্ণা। চলতি মরশুম তাঁর খুব একটা ভালো না গেলেও দলের প্রয়োজনে জ্বলে উঠেছিলেন রয়। সেমিফাইনালে গোল করেছিলেন তিনি। 

 

রয় অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও সবুজ মেরুন ব্রিগেড তাঁর অবদান অনস্বীকর্য। সুযোগ পেয়ে যেমন করেছেন , তেমনই ব্যস্ত রেখেছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগকে। গোল করার ক্ষেত্রেও অবদান রেখেছেন তিনি। ভোটাভুটিতে রয় কৃষ্ণার দিকে পাল্লা ভারী থাকলে তিনি হতে পারেন ‘ হিরো অফ দ্যা মান্থ ‘। 

<

p style=”text-align: justify;”>রয় কৃষ্ণা ছাড়াও এই সম্মান পাওয়ার দৌড়ে রয়েছেন হায়দরাবাদ এফসির তরুণ উইঙ্গার ইয়াসির মহম্মদ, কেরালা ব্লাস্টার্সের আলভারো ভাসকুয়েজ , তাঁর সহ খেলোয়াড় হরমিপম রুইভা, জামশেদপুর এফসির ঋত্বিক দাস।