ISL Final: ফুটবল প্রেমীদের খারাপ খবর শোনালেন মোহন-ইস্ট প্রাক্তনী

হাউসফুল ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল (ISL Final)। মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি (Kerala Blasters vs Hyderabad FC)। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার ফতোরদা স্টেডিয়ামে খেলা।…

হাউসফুল ইন্ডিয়ান সুপার লিগ ফাইনাল (ISL Final)। মুখোমুখি কেরালা ব্লাস্টার্স এবং হায়দরাবাদ এফসি (Kerala Blasters vs Hyderabad FC)। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার ফতোরদা স্টেডিয়ামে খেলা। তার আগে ফুটবল প্রেমীদের জন্য খারাপ খবর। 

শুক্রবার ইসফাক আহমেদ জানিয়েছেন, ফাইনালে নামতে পারবেন না সাহাল আব্দুল সামাদ। চলতি ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম উদীয়মান এই ফুটবলার চোটের কবলে পড়েছেন বলে জানা গিয়েছে। যার ফলে হায়দরাবাদের বিরুদ্ধে সেরার লড়াইয়ে তাঁকে মাঠে পাবে না কেরালা। 

   

ISL Final

‘ আমরা নিশ্চিত ওর অভাব টের পাব। খুব ভালো একজন ফুটবলার। দারুণ ফর্মে ছিল ‘, বলেছেন ইসফাক আহমেদ। ‘ স্কোয়াডের বাকিদের জন্য এই বিষয়টা অনুপ্রেরণা হতে পারে। সাহাল, অ্যালবিনো, জেসেলের জন্য ট্রফি জিততে মরিয়া থাকবে টিম।’ 

<

p style=”text-align: justify;”>জানা গিয়েছে, সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ের ম্যাচে পায়ে অস্বস্তি বোধ করছিলেন সাহাল আব্দুল সামাদ। আশঙ্কা করা হচ্ছে লিগামেন্ট জনিত কোনও সমস্যায় পড়েছেন তিনি। ফলত রবিবাসরীয় ফাইনালে সাহাল অনিশ্চিত।