‘একটু রং কমাতে হবে বরং…’, বিশ্বজয়ীদের নিয়ে কী লিখলেন রূপম?

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। ভারতের হাতে ট্রফি উঠতেই মেন-ইন-ব্লুকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন সেলিব্রিটিরা (Rupam Islam)। নিজের…

'একটু রং কমাতে হবে বরং...', বিশ্বজয়ীদের নিয়ে কী লিখলেন রূপম?

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার ভারত। ভারতের হাতে ট্রফি উঠতেই মেন-ইন-ব্লুকে শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছেন সেলিব্রিটিরা (Rupam Islam)। নিজের ফেসবুক ওয়ালে অভিনব উপায়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন সঙ্গীত শিল্পী রূপম ইসলাম (Rupam Islam)।

সাহিত্যিক মতি নন্দীর বিখ্যাত উপন্যাস ‘জীবন্ত অনন্ত’-র সঙ্গে তুলনা টেনে রূপম লিখেছেন, ‘শুধু জীবনই অনন্ত নয়। ক্রিকেটও অনন্ত!’ রূপমের কথায়, এই ম্যাচ বারবার দেখব আমি। তবে এই লেখাটা শেষ করব মতি নন্দীকে ধার করেই। সেটা করা ছাড়া উপায় নেই। ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যই যে আজ হয়ে উঠলেন মতি নন্দীর উপন্যাসের জলজ্যান্ত চরিত্র! প্রমাণ করে দিলেন— শুধু জীবনই অনন্ত নয়। ক্রিকেটও অনন্ত!

ক্রিকেট হল দলবদ্ধ গেম। রূপমও সে-কথা মনে করিয়ে দিয়েছেন তাঁর পোস্টে। রক তারকা লিখেছেন, মতি নন্দীর উপন্যাস। নায়ক হার্দিক পান্ডিয়া (উচ্চারণ অনুযায়ী বানান লিখছি)। ওঁর জীবনের কাহিনি শুধু অবিকৃতভাবে কপি করলেই হবে। একটি লাইনও রং চড়াবার দরকার পড়বে না। তবে একটা কথা…একটু রং কমাতে হবে বরং। নইলে মনে হতে পারে লেখকের বাড়াবাড়ি। তবে কে নায়ক নন বলুন তো?

সচিন-সৌরভের ঝুলিতেও নেই! এই রেকর্ড গড়ে ধোনিকে ছুঁলেন কোহলি

Advertisements

এরপর একে একে নায়কদের বর্ণনা দিয়েছেন রূপম। ফেসবুক পোস্টে লিখেছেন, রোহিত (এরকম স্বার্থহীন ব্যাটসম্যান আমি খুব একটা দেখিনি। ব্যাটসম্যান নন, স্পিরিটে বরং ইনি সেল্ফলেস ব্যাটম্যানের কাছাকাছি)? ভিরাট (গত ম্যাচের গোমড়া মুখ— আজকের ম্যাচসেরা)? অক্সর (কে ভেবেছিল ওঁর এবিলিটি এইভাবে কাজে লাগবে— কখনও ব্যাট কখনও বল কখনও ক্যাচ)? সুরিয়া (ওই রকম ক্যাচ— ওই সময়ে?!)?

দলের অন্যান্য তারকাদেরও কুর্ণিশ জানিয়েছেন সঙ্গীতশিল্পী। তিনি লিখেছেন, বুমরা (৩০ বলে ৩০ চাই, প্রতিপক্ষ দঃ আফ্রিকা, তখন বল করতে এসে ওই ওভার, পাকিস্তানের সঙ্গে ওই ওভারটাও ভুলব না, এরোপ্লেনে বসে ফোনে দেখেছি!), জয়সয়াল(ম্যাচ খেলেননি, কিন্তু আমি ওঁর জীবনের গল্প পড়েছি!), দ্রাবিড় (সিরিয়াস কথা নয়, বরং মজা করে বলি— আজ এত এত বছর পরে উচ্ছাস প্রকাশে সৌরভের সঙ্গে টাই করতে পারলেন!)? ঋষভ পন্থ (মৃত্যু থেকে ফিরে এসে জীবনের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন)? কুলদীপ, অর্শদীপ— এঁদের কথাও লেখা থাকবে ক্রীড়ামোদির আবেগের অক্ষরে। আমি আপাতত ক্ষান্ত দিই!

শুধু বিশ্বকাপ জয়ই নয়, আরও অনেক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া