Rupam Islam: আর শো করবেন না রূপম!

Rupam Islam: “ এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়।…

Rupam Islam

Rupam Islam: “ এই পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীদের জন্য নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি বেমানান। আমার যেটা বলবার সেটাই বলব। আমার বৈঠকখানায় বসে বলব। আশা করি সেখানে কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। যেই কটা অনুষ্ঠান ঘোষণা করা আছে অবশ্যই করব। তারপর আর করব না।”

রূপমের এমন ঘোষণায় রীতিমত চিন্তায় ভক্তমহল। এদিনের শোতে রুপম আরও বলেন, “অপদার্থ জন্ম আমার। অপদার্থ কর্ম আমার। আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবো না। এতো কবেই লিখে দিয়েছি জানোয়ার।” বলেই গান শুরু করলেন রুপম ইসলাম। তবে, কি কিছুদিনের মধ্যেই ছেড়ে দেবেন গান। তাহলে কি সত্যিই গান গাওয়া ছেড়ে দিচ্ছেন রুপম। তিনি গান ছাড়লেও গান কি তাঁকে ছাড়বে? সাম্প্রতিক অবমাননার ঘটনায় অভিমানী রুপম ইসলাম।

এদিনের ভাইরাল ভিডিওতে অশ্রাব্য গালি দেওয়ায় রুপমের ভাষা শিক্ষা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তারও উত্তরে এদিন রক গায়ক বললেন, “আমার বাবা-মা কষ্মিনকালেও বাংলা রক লেখেনি। আমার বাবা বলেছিল তুই তো ক্লাসিক্যাল গান গাস, তাহলে কেন এসব ছাইপাশ করতে গেলি। আমি গিটারটা ছুঁড়ে টিভিটা ভেঙে দিয়েছিলাম। আমিই সেই লোক। মনে রাখবেন আমিই সেই লোক… বাংলা রকের একটা ছোট প্রস্তাবনা দিলাম। আমার ভাষা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলো না। কানটা মূলে আমি ভাষা শিখিয়ে দিতে জানি।”

রানাঘাটের একটি কনসার্টে গিয়ে রুপম স্টেজে উঠেই জোর গলায় বললেন, “আমি আর গান গাইব না। আপনাদের সমাজ খুব শিষ্ঠ সমাজ, আপনারা এরকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। নিজেকে এভাবে মেলাতে পারব না। এই শিষ্ঠামিতে আমি নেই। আপনারা অন্য কাউকে বেছে নিন। যেকটা অনুষ্ঠান চলবার আমি করব। তারপর আর গান গাইব না।”