কলকাতার মাঠে গোল করলেন রয় কৃষ্ণা (Roy Krishna )। জিতল দল। চেনা ছবি, অন্য দল।
জয় দিয়ে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেছিল বেঙ্গালুরু। বিপক্ষে জামশেদপুর ফুটবল ক্লাব। ম্যাচে নামানো হয়েছিল হীরা মন্ডল, প্রবীর দাস, রয় কৃষ্ণাদের।
হীরা মন্ডলের জন্য দিনটা সুখকর ছিল না। কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয়েছিল তাঁকে। তবে দলের জয় তাতে আটকায়নি। দুই অর্ধে একটি করে গোল করেছে বেঙ্গালুরু। বিরতির আগে সুনীল ছেত্রী, বিরতির পরে রয় কৃষ্ণা।
ম্যাচ হয়েছিল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। ম্যাচের শুরুতেই বেঙ্গালুরু এগিয়ে যেতে পারতো। প্রথম কোয়ার্টারে ফারুক গোল করার একাধিক সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোল করতে পারেননি। দ্বিতীয় কোয়ার্টারে সুনীলের গোল। এটিকে মোহন বাগানে থাকতে প্রবীর যে কাজটি করতেন, এখানেও তাই। বল বাড়িয়ে দিয়েছিলেন ছেত্রীকে। গোল করতে ভুল করেননি তিনি।
দ্বিতীয়ার্ধে কৃষ্ণা, ছেত্রী যুগলবন্দী। বল নিয়ে অনেকটা দৌড়েছিলেন সুনীল। তাঁর কাছ থেকে বল পেয়ে কৃষ্ণার গোল। ম্যাচ শেষে ” সুনীল ভাইকেই ” যাবতীয় কৃতিত্ব দিয়েছেন রয়।