Roy Krishna: এই ক্লাবে খেলতে পারেন কৃষ্ণা

Roy Krishna

রয় কৃষ্ণা (Roy Krishna) কোন ক্লাবে খেলবেন সেটা এখনও জানা যায়নি। আদৌ ভারতের কোনো ক্লাবে সই করবেন কি না সে ব্যাপারেও সদুত্তর নেই। সম্প্রতি ফুটবল মহলের একাংশ মনে করছেন, রয় ফিরে যেতে পারেন অস্ট্রেলিয়ায়।

এটিকে মোহন বাগান ছাড়ার পর থেকে রয় কৃষ্ণাকে নিয়ে জল্পনা চলছিল। ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু ফুটবল ক্লাব, কেরালা ব্লাস্টার্স সহ একাধিক ক্লাবের নাম শোনা গিয়েছিল। কিন্তু কোথাও নিশ্চিত করে কিছু বলা হয়নি।

   

Roy Krishna

রয় এটিকে মোহন বাগান ছাড়ার পর সবার আগে শোনা গিয়েছিল বেঙ্গালুরু ফুটবল ক্লাবের নাম। আগামী মরশুমে প্রবীর দাস সেখানে খেলতে পারেন। দুজনে খুব ভালো বন্ধু। অনেকে মনে করছিলেন সেখানেই হয়তো রয় সই করবেন।

দিন অতিক্রম করানোর সঙ্গে সঙ্গে ময়দানে বেঙ্গালুরু এবং রয় কৃষ্ণা আলোচনা কমতে শুরু করেছে। বরং মনে করা হচ্ছে তারকা স্ট্রাইকার অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন