ভারতীয় ফুটবলে নতুন ক্লাব পেয়েছেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ওড়িশা এফসির (Odisha FC) হয়ে গোলের সন্ধানে থাকবেন তিনি। ইতিমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে। করছেন অনুশীলন। রয় কৃষ্ণাকে দলে পাওয়ার পর উচ্ছ্বসিত ওড়িশা এফসি। তাকে নিয়ে প্রকাশিত হয়েছে নতুন ভিডিও।
রয় কৃষ্ণাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে নতুন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পরীক্ষার মুখে পড়েছেন ফিজির তারকা। এই পরীক্ষা অবশ্য কৃষ্ণার জন্য আহামরি কিছু নয়। বল রিসিভ করা বা টাচের পরীক্ষা। বলা বাহুল্য পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন রয় কৃষ্ণা। প্রতিটি বল রিসিভ করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
We put Roy to the test 🤪⭐️
Comment down below which one was your favorite 🤔⬇️#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #OFCTour23 #Thailand #PreSeason pic.twitter.com/ZWtfEVlZe6
— Odisha FC (@OdishaFC) August 13, 2023
লোবেরা ওড়িশায় আসার কিছু দিন পর থেকে ওড়িশার ক্লাব থেকে আসতে শুরু করেছিল একের পর এক সই সংবাদ। পুরনো কিছু ছাত্রকে প্রাধান্য দিয়েছেন ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম জনপ্রিয় কোচ। তবে ভারতে লোবেরার প্রশিক্ষণে কখনও খেলেননি রয়। এবার প্রথম এক সঙ্গে ক্লাবের হয়ে ভূমিকা রাখতে চাইছেন দুজনে। লোবেরা এমনিতে তারকা ফুটবলারদের নিয়ে কাজ করে থাকেন। রয় যেমন তারকা তেমনই একজন টিম ম্যান।
কলকাতায় নিজের জাত চিনিয়েছেন ফিজির জাতীয় দলের ক্যাপ্টেন রয় কৃষ্ণা। এটিকে এবং পরে এটিকে মোহন বাগানের হয়ে দুরন্ত ফর্ম প্রদর্শন করেছিলেন। সবুজ মেরুন শিবির থেকে ফিজিয়ান তারকাকে দলে নিয়েছিল বেঙ্গালুরু এফসি। প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ওড়িশায় এসে নিজের পূরণ ফর্ম কি আবার ফিরে পাবেন ভারতের মাটিতে খেলা অন্যতম সেরা বিদেশি স্ট্রাইকার? প্রশ্নের উত্তরের সন্ধানে থাকবেন ফুটবল প্রেমীরা।