খেলার মাঠে সবই সম্ভব। ছোট্ট দেশ Vanuatu গড়েছে ইতিহাস। রয় কৃষ্ণার ফিজিকে পরাজিত করে চলে গিয়েছে OFC Nations Cup ফাইনালে। ফিজির বিরুদ্ধে স্কোরলাইন ১-২। রয় কৃষ্ণা নিজে গোল না করলেও গোলের পিছনে রেখেছেন অবদান। কিন্তু দিনটা ছিল ভানুয়াতুর। গ্ৰুপ শীর্ষে থেকে সেমিফাইনালে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি ফিজি। প্রথমবারের জন্য টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ভানুয়াতু। ভানুয়াতুর কোচ জুলিয়ানো স্মেলিং বলেছেন, ‘আমি সবার জন্য, স্কোয়াড এবং দেশের সবার জন্য খুব খুশি।’
Daniel Chima Chukwu: ইস্টবেঙ্গল বাতিল চিমার নামে রয়েছে এই ‘বিরল’ ঘটনা
বিশ্বের ক্ষুদ্র কিছু দ্বীপ দেশের মধ্যে অন্যতম এই ভানুয়াতু। অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, দেশটির জন সংখ্যা ৩ লক্ষর কিছু বেশি। সেই দেশ এখন চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায়। ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বিরতির ঠিক আগে ভানুয়াতু লিড। জেসন থমাস হেড করে বল জালে জড়িয়ে দেন। খেলা যত গড়িয়েছে ফিজি ততই সমতা ফেরানোর চেষ্টা করেছিল। কিন্তু ভানুয়াতুর ডিফেন্সকে টপকে যাওয়ার পথ খুঁজে পায়নি।
Copa America 2024: সুয়ারেজরা ভাঙবেন মেসির স্বপ্ন? পাঁচ গোলে জিতল উরুগুয়ে
🥇 Congratulations to Vanuatu’s Johnathan Spokeyjack, today’s Player of the Match in the second semi-final between Vanuatu and Fiji in Port Vila.
Watch extended highlights and full match replays FREE on FIFA+https://t.co/sVBV8cO3Y9#OMNC pic.twitter.com/SAa5XqCTBF
— Oceania Football Confederation (@OFCfootball) June 27, 2024
বিরতির পর ফিজি মাঠে নেমে এক মিনিটেরও কম সময়ের মধ্যে বল জালে জড়ায়। ক্যাপ্টেন রয় কৃষ্ণার বাড়ানো বল থেকে হয় গোল। সমতায় ফেরে ফিজি। মিনিট দশেক পরেই ভানুয়াতুর হয়ে জয় সূচক গোলটি করেন থমাস।