ভারতের মাটিতে এসে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ রয় কৃষ্ণ (Roy Krishna) প্রথম ট্রফি জয়ের স্বাদ পেলেন বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে ডুরান্ড কাপে। ২০২২-২৩ সেশনে ফিজিয়ান গোল্ডেন বয় দক্ষিণের ক্লাব দল বিএফসির জার্সি গায়ে চাপিয়ে আসন্ন ইন্ডিয়ান সুপার লীগ (ISL)কাপাতে তৈরি।
গত মরসুমে ATK মোহনবাগানের জার্সি গায়ে সবুজ মেরুন জনতার দিল জিতে নিয়েছিলেন। সবুজ মেরুন ব্রিগেডের ‘গোলমেশিন’ তকমা পাওয়ার পরেও ট্রফিলেস থাকতে হয় রয় কৃষ্ণ’কে। দলগত পারফরম্যান্সের ওপরে ব্যক্তিগত ক্যারিশ্মা ছাড়লেও ভারত ভূমে ট্রফি জয় অধরাই ছিল কৃষ্ণ’র।
কোভিড-১৯ অতিমারি, একের পর এক ম্যাচ স্থগিত হওয়া সংক্রমণের জেরে গোটা সবুজ মেরুন শিবির নিঃসন্দেহে চাপের মুখে ছিল। এরপরেও ফোকাস ধরে রেখে পারফর্ম করেছে হুয়ান ফেরান্দোর ছেলেরা। আন্তোনিও লোপেজ হাবাসের ফেলে চলে যাওয়া চেয়ারে বসে হুয়ান ফেরান্দো সবুজ মেরুন জনতাকে স্বপ্ন দেখিয়েছিলেন আর এই স্বপ্নজাল তিল তিল করে বুনে ছিলেন রয় কৃষ্ণ সহ গোটা স্কোয়াড।অবশ্য দলের মুখ হয়ে উঠেছিলেন রয় কৃষ্ণ। কৃষ্ণ প্রেমে মজে উঠেছিল সমর্থকরা।
কিন্তু সেই রয় কৃষ্ণ’কে স্কোয়াডে না রেখেই ২০২২-২৩ ফুটবল সেশনে ঘর গুছিয়েছে ATK মোহনবাগান ব্রিগেড। আর হাতেনাতে ফল এসেছে ২০২২ সালের ডুরান্ড কাপ এবং এএফসি ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচে। স্কোরারের অভাব বারে বারে খেলায় ফুটে উঠেছে বাগানের আপফ্রন্টে। ATK মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে রয় কৃষ্ণকে ছেড়ে দেওয়ার ঠ্যালা। মাশুল গুণতে হচ্ছে সবুজ মেরুন গোটা স্কোয়াডকে। ১৩১ তম ডুরান্ড কাপে রয় কৃষ্ণ বেঙ্গালুরু এফসি দলের সঙ্গে আসলেন কলকাতায়।
So happy to be able to share this moment with my family especially my little lucky charm👶 #Appasprincess💕👑 #durandcup2022 🏆 #WeAreBFC 💙 pic.twitter.com/wSpvlDifWK
— Roy Krishna 🇫🇯🇳🇿 (@RoyKrishna21) September 18, 2022
কিশোর ভারতী স্টেডিয়াম থেকে যুবভারতী স্টেডিয়ামের সবুজ গালিচা জুড়ে পারফর্ম করে গেলেন,বলা ভালো ATK মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কের মুখে ঝামা ঘঁষে দিয়ে চোখে চোখ রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে গেলেন নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে। চ্যালেঞ্জ শুধু ডুরান্ড কাপে পারফর্ম করেই শেষ নয়,লড়াই এখনও বাকি রয়েছে ISL টুর্নামেন্টের সবুজ গালিচাতে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে রয় কৃষ্ণ সহ গোটা বিএফসি দল ফুটছে টগবগ করে। এক নতুন রয় কৃষ্ণ আর নতুন এক বেঙ্গালুরু এফসি দলের আগমনের অপেক্ষাতে প্রহর গুণছে ভারতীয় ফুটবল।