কোথায় যাবেন রয় কৃষ্ণা (Roy Krishna)? সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। একাধিক ক্লাবের তার সাথে জড়ালেও, আগামী মরশুমে নিজের ভবিষ্যত সম্পর্কে এখনই কোনও স্থায়ী সিদ্ধান্তে আসতে পারেনি এই প্রাক্তন মোহনবাগানী।
তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ফুটবল ভবিষ্যৎ নিয়ে এই ফিজির তারকা ফুটবলার মুখ খুলেছেন। জানিয়েছেন তার ভবিষ্যত পরিকল্পনা। কৃষ্ণা জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে তিনি জানিয়ে দেবেন কোন ক্লাবে যোগ দেবেন । ভারত এবং বিদেশের একাধিক ক্লাবের তরফে প্রস্তাব আছে কৃষ্ণার কাছে, কিন্তু তিনি এখন’ই কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না তার পরিবারের কথা মাথায় রেখে।
কৃষ্ণার পরবর্তী ক্লাব বাছাই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে তার পরিবার।আর এই মুহুর্তে এই তারকা ফুটবলারের পরিবার আছে অস্ট্রেলিয়ায়। তাই ভারত নয় বরং অস্ট্রেলিয়ার লিগে আগামী মরশুমে খেলতে দেখা যেতে পারে সবুজ মেরুন মাতানো এই ফুটবলার।