প্রাথমিকভাবে ATK Mohun Bagan সমর্থকরা হয়তো হতাশ হবেন

একটা বিষয় নিশ্চিত। আগামী মরশুমে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) আসছেন নতুন বিদেশি ফুটবলার। একাধিক পজিশনে দেখা যেতে পারে নতুন মুখ। এখন প্রশ্ন হচ্ছে…

প্রাথমিকভাবে ATK Mohun Bagan সমর্থকরা হয়তো হতাশ হবেন

একটা বিষয় নিশ্চিত। আগামী মরশুমে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) আসছেন নতুন বিদেশি ফুটবলার। একাধিক পজিশনে দেখা যেতে পারে নতুন মুখ। এখন প্রশ্ন হচ্ছে কাদের নিচ্ছে এটিকে মোহন বাগান।

বড় অংকের টাকার বিনিময়ে খেলোয়াড় সই করাতে দ্বিধা করে না এটিকে মোহন বাগান টিম ম্যানেজমেন্ট। তাই ফুটবল প্রেমীদের একাংশ মনে করেছিলেন যে নামকরা কোনো ফুটবলারকে হয়তো সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে। এখনও পর্যন্ত যা আপডেট, তেমনটা হয়তো হচ্ছে না।

রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ক্লাব ছেড়েছেন। ডেভিড এশিয়ান কোটার ফুটবলার। তাই এশিয়ান কোটার একজনকে নিতেই হবে এটিকে মোহন বাগান স্কোয়াডে। এ ক্ষেত্রে একজন ডিফেন্ডারকে দেখা যেতে পারে বলে কানাঘুষো রয়েছে। মাঝমাঠেও নতুন কাউকে দেখা যেতে পারে।

Advertisements

তবে সবথেকে আগ্রহের বিষয় আক্রমণভাগ। সেখানে কি হাইপ্রোফাইল কাউকে দেখা যাবে? ফুটবল মহলের একাংশ মনে করছেন ভালো মানের কোনো বিদেশিকে পছন্দ করেছে ক্লাব। সেই ফুটবলার গোল করতে দক্ষ। কিন্তু তাঁকে হয়তো সেই অর্থে হাইপ্রোফাইল বলা যাবে না।