Ronaldo leave Manchester: ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Ronaldo

আগামী মরশুমে চ‍্যাম্পিয়ান্স লিগেই খেলতে চান, তাই ম‍্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ছাড়ার চিন্তা ভাবনা করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ‘দ‍্য টাইমস’এ প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই দাবী করা হয়েছে।

গত মরশুমে কোনও ট্রফি’ই জিততে পারেনি ম‍্যান ইউ,তার উপর চ‍্যাম্পিয়ান্স লিগের খেলার যোগ‍্যতা হারায় এই ক্লাব।এরপর থেকেই এই পর্তুগিজ সুপারস্টার ফুটবলারের ক্লাব ছাড়া নিয়ে জোর জল্পনা শুরু হয়।যদিও সেই সময় ক্লাবে আগত নয়া বিদেশি কোচ এরিক টেন হ‍্যাগ জানিয়েছিলেন তার পরবর্তী মরশুমের পরিকল্পনায় আছেন রোনাল্ডো।

   

ইংরেজি দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বছর ৩৭’এর এই ফুটবলার মনে করেন তিনি আরও দুই-তিন বছর সফলতার সাথে প্রথম সারির ক্লাবে খেলতে পারেন।

২০২১ এর আগষ্টে জুভেন্টাস ছেড়ে ম‍্যানচেস্টার ইউনাইটেডে আসেন রোনাল্ডো।সব ধরনের কম্পিটিশন মিলিয়ে ক্লাবের হয়ে দ্বিতীয় দফায় এখনও অবধি ২৪ টা গোল করেছেন তিনি।এখনও এক বছরের চুক্তি রয়েছে তার লাল ম‍্যানচেস্টারে।যদিও এই দল বদলের বাজারে চেলসি, বায়ার্ন মিউনিখের সাথে জড়িয়েছে তার নাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন