East Bengal : চুক্তির পরেই হয়তো নিয়োগ করা হবে কোচ

‘ আমাদের সই করতে কোনো সমস্যা নেই ‘, জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal ) কর্তারা। আপাতত নতুন কোনো সমস্যার কথা শোনা যায়নি। সই হওয়া…

East Bengal Club may appoint coaching staffs soon

‘ আমাদের সই করতে কোনো সমস্যা নেই ‘, জানিয়ে দিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal ) কর্তারা। আপাতত নতুন কোনো সমস্যার কথা শোনা যায়নি। সই হওয়া শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।

সই হওয়ার পর দল গঠন প্রক্রিয়া যেমন চলবে, তেমনই নিয়োগ করতে হবে কোচ। বেশ কয়েকজন খেলোয়াড়কে লাল হলুদ কর্তারা ইতিমধ্যে চূড়ান্ত করেছেন। একজন বিদেশি ফুটবলারও নিশ্চিত। তবু ভালো ফল পাওয়ার জন্য আরও ভালো স্কোয়াড তৈরি করতে হবে।

আধুনিক ফুটবলে আগে কোচ নিয়োগ, পরে খেলোয়াড় নিশ্চিত। মূলত এই পদ্ধতিতে পূর্ণাঙ্গ দল তৈরি করা হয়। ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে ব্যাপারটা এখনও পর্যন্ত ঠিক তেমন নয়। কোচ নিয়োগ বাকি।

ফুটবল মহলে গুঞ্জন, সই সম্পন্ন হওয়ার পরেই কোচ নিয়োগের ব্যাপারে তোরজোড় শুরু হয়ে যেতে পারে। প্রধান কোচ সহ তাঁর সহকারীদের ক্লাবকে নিশ্চিত করতে হবে। নতুন সপ্তাহেই লাল হলুদ জনতার কাছে দল সম্পর্কিত বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।