Asia Cup: বাংলাদেশ ম্যাচে ৫ পরিবর্তনের কারণ ফাঁস করলেন রোহিত

শুক্রবার কলম্বোতে ভারত ও বাংলাদেশের মধ্যকার এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে ৬ রানে পরাজিত হয়েছে ভারত। এশিয়া কাপ সুপার ৪-এর ম্যাচটি আপাতভাবে ছিল গুরুত্বহীন।

Rohit Sharma

শুক্রবার কলম্বোতে ভারত ও বাংলাদেশের মধ্যকার এশিয়া কাপের (Asia Cup) ম্যাচে ৬ রানে পরাজিত হয়েছে ভারত। এশিয়া কাপ সুপার ৪-এর ম্যাচটি আপাতভাবে ছিল গুরুত্বহীন। এই ম্যাচের আগেই টুর্নামেন্টে দুই দলের অবস্থান ছিল স্পষ্ট। ভারত চলে গিয়েছে ফাইনালে, বাংলাদেশের বিদায় নিশ্চিত। তবুও ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে টিম ইন্ডিয়ার পরাজয় ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

অধিনায়ক রোহিত শর্মা এই ম্যাচের প্রথম একাদশে ৫টি পরিবর্তন করেছিলেন। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়াকে। প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণা। ম্যাচ শেষে রোহিতকে এই পরিবর্তনের যৌক্তিকতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল।

প্রথম একাদশে একাধিক পরিবর্তন সম্পর্কে রোহিত শর্মা বলেছেন, ‘ আগামী দিনে বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা খেলোয়াড়দের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। যদিও এই ম্যাচটাকে হালকাভাবে আমরা নিইনি। বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে এমন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হয়েছিল।”

আট নম্বরে নেমে ৪২ রান করা অক্ষর প্যাটেলের প্রশংসা করেন রোহিত। “অক্ষর অসাধারণ ব্যাটিং করেছিল, কিন্তু শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারেনি। ও নিজের চারিত্রিক কাঠিন্য প্রদর্শন করেছে। কৃতিত্ব বাংলাদেশের বোলারদের। শুভমান গিলের সেঞ্চুরিও ভুলতে পারবেন না। সে জানে কীভাবে খেলতে হয়। দলের জন্য কী করতে হবে সে সম্পর্কে ওর ধারণা খুব স্পষ্ট”, বলেছেন রোহিত।

“গত বছরের ফর্ম মনে করে দেখুন। নতুন বলের বিপক্ষে বেশ শক্তিশালী দেখাচ্ছে। গিল সত্যিই কঠোর পরিশ্রম করে।” তবে এই ম্যাচের পরাজয় ভুলে ১৭ সেপ্টেম্বরের জন্য প্রস্তুতি নিতে হবে টিম ইন্ডিয়াকে। কারণ পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার মনোবল তুঙ্গে রয়েছে।