East Bengal: জর্ডন এলসেকে নিয়ে বড় সিদ্ধান্ত নেবে মশালবাহিনী?

হাঁটুতে চোট। অনিশ্চিত জর্ডন এলসে (Jordan Elsey)। কবে মাঠে ফিরবেন আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সামনের মাস থেকে হয়তো ইন্ডিয়ান সুপার লীগ শুরু হবে।

jordan Elsey east bengal

হাঁটুতে চোট। অনিশ্চিত জর্ডন এলসে (Jordan Elsey)। কবে মাঠে ফিরবেন আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। সামনের মাস থেকে হয়তো ইন্ডিয়ান সুপার লীগ শুরু হবে। তার আগে কি বড় কোনো সিদ্ধান্ত নেবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal) টিম ম্যানেজমেন্ট? প্রশ্ন উঠতে শুরু করেছে।

জর্ডন এলসে এবং হেক্টর বোরহা। নবাগতদের মধ্যে এই দুই বিদেশি অল্প দিনের মধ্যে সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন। হেক্টর মাঝমাঠের নিয়ন্ত্রক, জর্ডন রক্ষণের। মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে Durand Cup-এর ফাইনাল ম্যাচে চোটের কবলে পড়েছিলেন অস্ট্রেলিয়ার জর্ডন এলসে। সোমবার ক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করা হয়েছে যে চোট গুরুতর। হাঁটুতে ইনজুরি রয়েছে। আপাতত কয়েক মাস মাঠের বাইরে জর্ডন। এই পরিস্থিতিতে দ্রুত নতুন সেন্টার ব্যাক কি দলে নিয়ে আসা উচিৎ লাল হলুদ ক্লাবের? এই প্রশ্ন উঠছে।

Jordan Elsey

জর্ডন ঠিক কবে মাঠে ফিরবেন জানা নেই। ইন্ডিয়ান সুপার লীগের নতুন মরসুমে আদৌ খেলতে পারবেন কি না সে ব্যাপারেও নেই নিশ্চয়তা। পরিস্থিতি কতটা জটিল ক্লাব কর্তারা নিশ্চয়ই জানেন। জর্ডন হীন লাল হলুদ দলে রক্ষণ বেশ দুর্বল । জর্ডনের অনুপস্থিতিতে হয়তো গুরু দায়িত্ব সামলাবেন হোসে পার্দ। এখনও পর্যন্ত মনে রাখার মতো কিছু করে দেখাতে পারেননি এই স্প্যানিশ। ম্যাচে সুযোগও পাননি খুব বেশি।

জর্ডন এশিয়ান কোটার বিদেশি ফুটবলার। ক্লাব যদি তাকে চুক্তির বাইরে রাখতে চায় তাহলে নিশ্চিত করতে হবে এশিয়ান কোটার নতুন বিদেশি খেলোয়াড়কে। আর সই না করাতে চাইলে একজন বিদেশি কম নিয়েই আপাতত খেলতে হবে দলকে। এই পরিস্থিতিতে কি করবে ক্লাব, নিতে পারবে কি কোনো বড় সিদ্ধান্ত? অনেক কিছু নির্ভর করে রয়েছে বিনিয়োগকারী কোম্পানি ইমামির ওপর।