Rohit Sharma IPL: ভিডিও ডিলিট করেও চাপা রইল না সত্যি! মুম্বই ছাড়ছেন রোহিত?

রোহিত শর্মাকে (Rohit Sharma IPL) নিয়ে চলছে নানা জল্পনা। আইপিএলের আগামী মরশুমে কি রোহিতকে অন্য কোনও দলের জার্সি পরতে দেখা যাবে? আসলে শোনা যাচ্ছে, মুম্বই…

rohit sharma deleted viral video before kkr vs mi match

রোহিত শর্মাকে (Rohit Sharma IPL) নিয়ে চলছে নানা জল্পনা। আইপিএলের আগামী মরশুমে কি রোহিতকে অন্য কোনও দলের জার্সি পরতে দেখা যাবে? আসলে শোনা যাচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্সের সাম্প্রতিক পরিবর্তনে খুব একটা খুশি নন রোহিত শর্মা। এই সম্ভাবনা থেকেই মনে করা হচ্ছে রোহিত বদল করতে পারেন তাঁর আইপিএল দল। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি শেয়ার করা ভিডিও জল্পনা বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। যা পরে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়। কেকেআর (KKR) ফ্র্যাঞ্চাইজির ভিডিও ডিলিট করার আগেই বিষয়টি নেটিজেনদের অনেকের চোখে পড়েছে।

T20 World Cup 2024: ৩৩ বলে সেঞ্চুরি করা ক্রিকেটারকে বাদ দিয়ে তৈরি হল বিশ্বকাপ স্কোয়াড

   

কেকেআরের শেয়ার করা সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভিডিওটি রোহিত শর্মার। কেকেআর ফ্র্যাঞ্চাইজির অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন তিনি। ৩০ সেকেন্ডের ভিডিওতে যা শোনা যাচ্ছে, তাতে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে যোগ দেওয়া নিয়ে জল্পনা বেড়েছে।

KKR: চিৎকার-রাগারাগি নয়, কেকেআর হারলেও ক্রিকেটারদের জড়িয়ে ধরেন শাহরুখ

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মাঠে মুখোমুখি রোহিত শর্মা ও অভিষেক নায়ার। এতে রোহিত নায়ারকে বলছেন, ‘প্রতিটি জিনিস পরিবর্তন হচ্ছে… ওটাই আমার বাড়ি। আমি এটাকে মন্দিরের মতো করে গড়ে তুলেছি।’

আইপিএল ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ম্যাচটি হবে ইডেন গার্ডেন্সে। ১১ মে সন্ধ্যায় ম্যাচের আগে প্রকাশিত এই ভিডিওটি ম্যাচের আগে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নানা জল্পনা তৈরি হচ্ছে। আইপিএলের আগামী সিজনের আগে নিলাম হলে তবেই জানা যাবে রোহিত শর্মার আইপিএল ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে চলেছে।