চলতি সিজনের শুরুতে সকলকে চমকে দিয়ে রবসন রবিনহোকে (Robson Robinho) সই করায় মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছিল সমর্থকদের মধ্যে। তারপর থেকেই এই ব্রাজিলিয়ান তারকার শহরে পা রাখার অপেক্ষায় দিন গুণতে শুরু করেছিল প্রত্যেকে। পরবর্তীতে তাঁকে স্বাগত জানাতে ঢল নেমেছিল কলকাতা বিমানবন্দরে। একটা সময় এই ফুটবলারকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছিল পড়শি ক্লাব তথা ইস্টবেঙ্গল। কথাবার্তা এগোতে শুরু করলেও শেষ রক্ষা হয়নি। পরবর্তীতে আসরে নামে মোহনবাগান। তারপর অনায়াসেই তাঁকে দলে টেনে নেয় ম্যানেজমেন্ট।
এই ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে প্রথম থেকেই ব্যাপক প্রত্যাশা ছিল সকল সমর্থকদের। ডুরান্ড কাপে সেভাবে নজর না কাড়তে পারলেও পরবর্তী টুর্নামেন্ট তথা আইএফএ শিল্ডে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল বসুন্ধরা কিংসের এই প্রাক্তন তারকার। যা নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের। টাইব্রেকারে ও তাঁর গোল অনেকটাই মাইলেজ দিয়েছিল সকলকে। শেষ পর্যন্ত খেতাব জয়। যদিও সেই ধারাবাহিকতা বজায় থাকেনি। গোয়ায় আয়োজিত সুপার কাপে প্রভাবশালী ফুটবল খেললেও আটকে যেতে হয়েছিল পড়শী ক্লাব তথা ইস্টবেঙ্গলের কাছে।
সেই হতাশা কাটিয়ে এই নতুন বছরে নতুন করে নিজেকে মেলে ধরতে চান রবসন রবিনহো। সেই নিয়েই বেশ কিছু ঘন্টা আগে নেটমাধ্যমে বিশেষ পোস্ট করেন এই ব্রাজিলিয়ান তারকা। যেখানে গত বছরের বিভিন্ন মুহুর্তের বেশকিছু ছবি আপলোড করেন বাগানের এই দাপুটে ফুটবলার। সেখানে তারকা ফুটবলারদের পাশাপাশি স্থান পেয়েছেন তাঁর স্ত্রী ও সন্তান। নিঃসন্দেহে যা নজর কেড়েছে সকলের। পাশাপাশি তিনি আরও লেখেন, ‘ ২০২৫ কেটে গেল, হ্যাঁ, এটা কঠিন ছিল, কিন্তু আমি সবসময় মাথা উঁচু করে রেখেছিলাম এবং বিশ্বাস করেছিলাম যে সবকিছু ঠিক হয়ে যাবে, ২০২৬ এসে গেছে এবং আমরা দুর্দান্ত কিছুর জন্য এগোচ্ছি।’
