Rising Stars: জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে এই তিন তরুণ ফুটবলার

ভারতীয় ফুটবলের সামনে এখন বড় পরীক্ষা, সময় গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বকে পাখির চোখ করেছেন কোচ ইগোর স্টিম্যাচ। বাছাই করা ফুটবলারদের নিয়ে তৈরি করবেন স্কোয়াড…

Parthib Gogoi, Sachin Suresh, and Jiteshwor Singh

ভারতীয় ফুটবলের সামনে এখন বড় পরীক্ষা, সময় গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বকে পাখির চোখ করেছেন কোচ ইগোর স্টিম্যাচ। বাছাই করা ফুটবলারদের নিয়ে তৈরি করবেন স্কোয়াড (national team)। চলতি মরসুমে নজর কাড়তে শুরু করেছেন একাধিক তরুণ ফুটবলার (Rising Stars)। আগামী দিনে এই ছেলেদের ভারতের জার্সিতে দেখতে চাইবেন ফুটবল প্রেমীরা।

ইগোর স্টিম্যাচের আমলে আমূল বদলেছে ভারতের ফুটবল দল। একাধিক নতুন মুখ প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোচের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে। ফলত আরও বহু প্রতিভার উত্থানের সাক্ষী থাকার আশায় ভারতীয় ফুটবল অনুগামীরা।

পার্থিব গগৈ (Parthib Gogoi)
এক কথায় সেনসেশন। বয়স কম হলেও বল পায়ে পরিণত বুদ্ধির পরিচয় দিচ্ছে। একাধিক দূর পাল্লার শটে কাঁপিয়ে চলেছে প্রতিপক্ষের জাল। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উঠতি ফুটবলার পার্থিব গগৈ।

সচিন সুরেশ (Sachin Suresh)
কেরালা ব্লাস্টার্স দলের তরুণ গোলরক্ষক। প্রথম দলে নিয়মিত খেলছেন। প্রাক মরসুম প্রস্তুতিতে তাকে নিয়ে অনেকে সমালোচনা করেছিলেন। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পর সুরেশ বোঝাচ্ছেন কেন তার ওপর আস্থা রেখেছেন কোচ।

জিতেশ্বর সিং (Jiteshwor Singh)
মাঝ মাঠে আক্রমণ তুলে নিয়ে আসার ক্ষেত্রে দক্ষতা দেখাচ্ছেন একুশ বছর বয়সী এই ফুটবলার। চেন্নাইন এফসির মাঝ মাঠে একাধিকবার নিয়ে কার্যকর ভূমিকা। ক্লাব সমর্থকদের মধ্যেও বেশ জনপ্রিয়। আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলার অন্যতম দাবিদার।