Mohammedan SC: সমস্যার সমাধান, কল্যাণীতে ডার্বি খেলবে মহামেডান

কটি খেলতে হবে ডায়মন্ডহারবার এফসির সঙ্গে ও অন্যটি আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এবার তাদের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

Mohammedan SC Secures Thrilling 2-1 Victory Against Peerless in Football Match

ইমামি ইস্টবেঙ্গল দল কলকাতা লিগের সুপার সিক্স অনেক আগেই নিশ্চিত করে ফেললেও এখনো সম্পূর্ণ নিশ্চিত নয় মোহনবাগান। শেষ ম্যাচে পিয়ারলেস দলকে হারিয়ে এখনো সম্ভবনা জিইয়ে রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এখন গ্রুপ পর্বের আর মাত্র দুটি ম্যাচ খেলবে বাস্তব রায়ের ছেলেরা। যার মধ্যে একটি খেলতে হবে ডায়মন্ডহারবার এফসির সঙ্গে ও অন্যটি আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এবার তাদের প্রতিপক্ষ মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)।

এক কথায় বলতে গেলে আরেক ডার্বির সাক্ষী থাকতে চলেছে কলকাতা ময়দান। অনেকের কাছে এটি মিনি ডার্বি। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ই সেপ্টেম্বর কল্যানীতে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচ না খেলার কথা জানিয়েছিল মহামেডান কতৃপক্ষ। সেই নিয়ে একটি চিঠি ও আইএফ’এ অফিসে জমা দেওয়া হয়েছিল তাদের তরফে।

   

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাদের? জানা গিয়েছে, সমর্থকদের সমস্যার কথা মাথায় রেখেই নাকি কলকাতায় ম্যাচ দেওয়ার কথা জানানো হয়েছিল তাদের তরফে। পাশাপাশি হিরো আইলিগের কথা মাথায় রেখে কলকাতা লিগের সূচীতে ও বদল আনার কথা বলা হয়। তবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া হলেও গোটা বিষয়টি খতিয়ে দেখার কথা জানান আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তবে প্রথমদিকে কল্যাণীতে ডার্বি খেলতে না চাইলে ও অবশেষে তাতে রাজি হয়ে যায় সাদা-কালো ব্রিগেড।

বলাবাহুল্য, ইস্টবেঙ্গল ও মহামেডান আগেই সুপার সিক্স নিশ্চিত করলেও এখনো পর্যন্ত লড়াই চালাচ্ছে মোহনবাগান ব্রিগেড। তাই আগামীকালের ম্যাচ যে ডু অর ডাই হতে চলেছে ফারদিনদের কাছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে শক্তিশালী মোহনবাগান দলকে হারিয়ে সুপার সিক্সের আগে বাড়তি অক্সিজেন পেতে চাইবে মহামেডান।