AIFF-এর ভূমিকায় ক্ষুব্ধ মোহনবাগান সহ আরও এক ISL ক্লাব

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে ফের চূড়ান্ত অপেশারিত্বের অভিযোগ। আশিক কুরুনিয়ানের চোট লোকানোর অভিযোগ।

Kalyan Chaubey, President of AIFF

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিরুদ্ধে ফের চূড়ান্ত অপেশারিত্বের অভিযোগ। আশিক কুরুনিয়ানের চোট লোকানোর অভিযোগ। সেই সঙ্গে ফুটবলারদের দেশে ফেরানোর ব্যাপারেও ফেডারেশন গা ছাড়া মনোভাব দেখিয়েছে বলে অভিযোগ। ঘটনায় বেজার চটেছে দেশের একাধিক ক্লাব।

কিংস কাপ এবং অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্ট খেলার জন্য বিভিন্ন ভারতের ক্লাবের ফুটবলারদের নিয়ে বিদেশ সফর করেছিল ফেডারেশন। কোনো টুর্নামেন্টেই সফল হয়নি দল। ভারতের মাঠের পারফরম্যান্সের থেকেও আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের একাধিক ঘটনা। বুধবার আশিক কুরুনিয়নের এসিএল চোটের খবর প্রকাশ্যে এসেছিল। ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ, উইঙ্গারের শারীরিক পরিস্থিতিকে গুরুত্ব সহকারে না দেখেই দেশে ফেরত পাঠানো হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ মোহন বাগান সুপার জায়ান্ট । আসন্ন এশিয়া কাপের জন্য আনোয়ার আলি কিংবা লিস্টন কোলাসোকে ক্লাব আর ছাড়বে কি না সে ব্যাপারে সংশয় রয়েছে।

   

মোহন বাগান সুপার জায়ান্টের মতো ইন্ডিয়ান সুপার লীগের আরও একটা দল বেঁকে বসতে পারে। ফেডারেশনের বিরুদ্ধে কড়া মনোভাব দেখাতে পারে বেঙ্গালুরু ফুটবল ক্লাব, এমনটাই শোনা যাচ্ছে ফুটবল মহলে। বেঙ্গালুরু ফুটবল ক্লাব জাতীয় শিবিরের জন্য ফুটবলারদের না ছাড়লে আপাতত দেশের জার্সিতে দেখা যাবে না সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধুদের। ফলে স্কোয়াড গড়ার ক্ষেত্রে ভালো রকম বিপাকে পড়বেন জাতীয় দলের হেড কোচ ইগোর স্টিম্যচ।

এশিয়া কাপে দল পাঠানোর ব্যাপারে আগে অনীহা প্রকাশ করেছিল কেন্দ্র সরকার। অনেক অনুনয় বিনয়ের পরে এশিয়া কাপে দল পাঠানোর ব্যাপার ছাড়পত্র পাওয়া গিয়েছে। পরিস্থিতি এখন জটিল। এশিয়া কাপের জন্য শেষ পর্যন্ত ইগোর স্টিম্যচ কেমন দল গঠন করতে পারবেন সেটা হবে দেখার বিষয়। পূর্ণ শক্তির দল না পেলে আন্তর্জাতিক টুর্নামেন্টে লজ্জার মুখে পড়তে পারে ভারত।