Hardik Pandya: আইপিএল ২০২৪ খেলতে পারবেন না হার্দিক! চাঞ্চল্যকর তথ্য

Hardik Pandya

Advertisements

সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়া হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২০২৪ সালের আইপিএল (IPL 2024) থেকে ছিটকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইনজুরির কারণে জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও আইপিএলে হার্দিক পান্ডিয়ার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

আরও পড়ুন: IND vs SA: ১৯৯২ সাল থেকে এখনও দগদগে ক্ষত, ভারতের সামনে এবার বড় চ্যালেঞ্জ 

গত ১৯ অক্টোবর ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স এই মাসে গুজরাট থেকে ট্রেডের মাধ্যমে পান্ডিয়াকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছিল এবং দলের কমান্ডও তার হাতে হস্তান্তর করা হয়েছিল। বিশ্বকাপে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি হার্দিক, এমনকি দক্ষিণ আফ্রিকা সফরেও যাননি। এখন আশঙ্কা করা হচ্ছে, হার্দিকের চোট থেকে সেরে উঠতে অনেক সময় লাগতে পারে। যার ফলে তার আইপিএল ২০২৪ অভিযান এখন প্রশ্নের মুখে পড়েছে।

Advertisements

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

আগামী ১১ থেকে ১৭ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত, যা জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শেষ টি-টোয়েন্টি সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সূর্যকুমার যাদবের গোড়ালিতে চোট পাওয়ায় টিম ম্যানেজমেন্টকে উত্তেজনায় ফেলেছে। আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন সূর্যও। শোনা যাচ্ছে, সূর্যের সেরে উঠতে ৬-৭ সপ্তাহ সময় লাগতে পারে। তবে এখনই হলফ করে কিছু বলা যাচ্ছে না। কেউ কেউ এমনও আশা করছেন যে আইপিএল শুরু হওয়ার আগে ফিট হয়ে উঠবেন হার্দিক।