ATK Mohun Bagan: বাগান ম্যাচে ফের পড়ল ব্যানার

Remove ATK Mohun Bagan

বুধবার মরণবাঁচন ম্যাচে ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল ATK মোহনবাগান (ATK Mohun Bagan)। ১৮ মিনিটে লেনি রড্রিগেজ, ২৮ মিনিটে কিয়ান নাসিরির গোলে জয় পায় বাগান। তবে এই জয় পেলেও নক আউট স্টেজে বাগানের যাওয়া অনিশ্চিত।

এদিন যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়ামে আবার #Remove ATK নিয়ে সবুজ মেরুন সমর্থকদের আওয়াজ উঠলো। ম্যাচ চলাকালীন ব্যানারে লেখা ছিল “ATK বর্জন করুন, মোহনবাগানকে ভালোবাসুন”। ATK’র সঙ্গে মোহনবাগান সংযুক্তিকরণ প্রশ্নে প্রথম থেকেই সবুজ মেরুন জনতা বিরোধীতার আওয়াজ তুলেছে।ওই ধারা আজও অব্যাহত।

   

সামাজিক মাধ্যম জুড়ে #Remove ATK মুভমেন্ট নিয়ে সমর্থকদের আবেগ এখানে কাজ করছে। গঙ্গা পাড়ের ক্লাব তাঁবু থেকে এই ইস্যুতে নানা সময়ে সবুজ মেরুন জনতাকে ভেবে দেখার প্রতিশ্রুতিই শুধু সার,সমর্থকদের দাবি এখনও পূরণ হয়নি

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন