Mohun Bagan SG: হাবাস অনুশীলনে ফিরতেই স্বস্তি বাগান শিবিরে

শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম প্লে-অফে জয় পেয়েছে ওডিশা এফসি। পিছিয়ে থেকেও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে দিয়াগো মরিসিওরা। সেই…

Antonio Lopez Habas Returns to Practice

শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম প্লে-অফে জয় পেয়েছে ওডিশা এফসি। পিছিয়ে থেকেও ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স দলের বিপক্ষে সহজ জয় ছিনিয়ে নিয়েছে দিয়াগো মরিসিওরা। সেই জয়ের দরুণ এবারের আইএসএলের সেমিফাইনালে উঠে গিয়েছে দল। আগামী ২৩ এপ্রিল নিজেদের হোম গ্ৰাউন্ড অর্থাৎ কলিঙ্গ স্টেডিয়ামে খেলতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG) দলের বিপক্ষে।‌ কিছুদিন আগেই শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগশিল্ড জয় করেছে মেরিনার্সরা। যারফলে, এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কামিন্সরা। তবে এবার অ্যাওয়ে ম্যাচ থাকায় কিছুটা হলেও চাপ থাকবে বাগান শিবিরে।

এছাড়াও দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলের অনুপস্থিতি যথেষ্ট চাপে রাখবে মোহনবাগানের রক্ষনভাগকে‌। তবে অধিনায়ক শুভাশিস বসু থেকে শুরু করে আনোয়ার আলী এবং হেক্টর ইউৎসের মতো জাপানি ফুটবলার ঢাকায় রক্ষণভাগ ভেদ করতে যথেষ্ট বেগ পেতে হবে ওডিশা দলকে।

তবে গতবারের মতো এবারও দুরন্ত ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দিয়াগো মরিসিও। বর্তমানে গোল্ডেন বুটের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেও আগত সেমিফাইনালে গোল করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে তার। এছাড়াও রয়েছেন রয় কৃষ্ণা। বর্তমানে সোনার বুটের অন্যতম দাবিদার এই ফুটবলার। সেই জন্য প্রত্যেক ম্যাচেই গোল তুলে নেওয়ার লক্ষ থাকবে ফিজির এই দাপুটে ফুটবলারের।

তবে মোহনবাগান জনতার নজর থাকবে ফিনল্যান্ডের দাপুটে ফুটবলার জনিকা কাউকোর দিকে‌। উল্লেখ্য, তার ফিরে আসার পর থেকেই একেবারে অন্য ছন্দে ধরা দিয়েছে ময়দানের এই প্রধান সেজন্য এবারও তার উপরেই আস্থা রাখছেন দলের কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কিন্তু নিজের ব্যক্তিগত কারণের জন্য গত কয়েকদিন দলের অনুশীলনে আসেননি তিনি।

যা ফের চিন্তায় ফেলে দিয়েছিল বাগান সমর্থকদের। অবশেষে আজ ফের বাগান অনুশীলনে আসলেন শিল্ড জয়ী এই কোচ। তার উপস্থিতি দলের ফুটবলারদের মধ্যে যে বাড়তি আত্মবিশ্বাসের জন্ম দেয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই সেমিফাইনালের প্রথম লেগেও তাকে সামনে রেখেই জয় পেতে চাইবে শুভাশিসরা।