Reliance Development League: ওডিশাকে ২ গোলে পরাজিত করল এটিকে মোহনবাগান

Reliance Development League ATK Mohun Bagan defeated Odisha by 2 goals

ফের জয়। এবার ওডিশা এফসি কে ২-০ গোলে পরাজিত করলে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ কল্যাণীতে ডেভেলপমেন্ট লিগের (Reliance Development League) দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক মেজাজে দেখা যাচ্ছিল ওডিশার ফুটবলারদের।

তবে কাজে আসেনি কোনও কিছুই। প্রথমার্ধের শেষে এংসনের করা গোলে ১-০ ব্যাবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। তারপরে দ্বিতীয়ার্ধে বেশকিছুবার ম্যাচের সমতা ফেরানোর চেষ্টা করে ও গোলের মুখ খুলতে পারেনি ওডিশা। বরং সুহাইলের দক্ষতায় ২-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির।

   

তারপরে আরে ঘুরে দাঁড়নোর সুযোগ পায়নি ওডিশা। যারফলে, নির্ধারিত সময়ের শেষে ২ গোলর ব্যাবধানেই জয় সুনিশ্চিত করে বাগান। উল্লেখ্য, গত ১৪ তারিখ মহামেডান স্পোটিংয়ের সঙ্গে লিগের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল এটিকে মোহনবাগান দল। সেখানে প্রথম দিকে ১ গোলে পিছিয়ে গিয়ে ও ঘুরে দাঁড়ায় দল। জবাবে মহামেডান কে ৬-১ গোলে পরাজিত করে কিয়ানের দল। এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিল সেই সুহাইল, এংসন সহ রিকি সাবংয়ের মতো ফুটবলাররা।

আগামীকাল গোয়ার বুকে আইএসএলের ফাইনাল ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। নিজেদের সর্বস্ব দিয়ে ট্রফি জিততে মরিয়া দুই দল। মূলত সেদিকেই এখন নজর সকলের। তবে আগের দিন দলের এই জয়ে যথেষ্ট খুশি সবুজ-মেরুন সমর্থকরা। গত ম্যাচের দাপুটে জয় পাওয়ার পর আজ সেই জয়ের ধারা বজায় রাখাই মূল লক্ষ্য ছিল বাগান ফুটবলারদের। সামনেই ডার্বি ম্যাচ। তার আগে যেন অনেকটাই আত্মবিশ্বাসী দল। আগামী ২০ মার্চ ডেভেলপমেন্ট লিগে নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে সবুজ-মেরুন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন