হেক্টর ইয়ুস্তেকে কেন সই করাল East Bengal FC? জানুন কারণ

    হেক্টর ইয়ুস্তেকে (Hector Yuste) দলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। স্কোয়াডের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে অভিজ্ঞ ফুটবলারকে দলে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু ৩৬…

Hector Yuste Delighted to Return to Kolkata

short-samachar

   

হেক্টর ইয়ুস্তেকে (Hector Yuste) দলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। স্কোয়াডের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে অভিজ্ঞ ফুটবলারকে দলে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু ৩৬ বছর বয়সী ফুটবলারকে কেন দলে নিল ইমামি-ইস্টবেঙ্গল?

Dimitri Petratos: অবশেষে জানা গেল পেত্রাতোস কবে যোগ দিচ্ছেন অনুশীলনে

হেক্টর ইয়ুস্তে গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলা অন্যতম সেরা ডিফেন্ডার। বয়স তুলনামূলক বেশি হলেও স্প্যানিশ ফুটবলারের স্কিলে মরচে পড়েনি। মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্যের অন্যতম কারিগর এই হেক্টর। ইস্টবেঙ্গল তাঁকে দলে নেওয়ায় লাল হলুদ সমর্থকদের একাংশ খুশি, কেউ-বা অখুশি।

চোট আঘাত সমস্যা গত মরসুমে ভুগেছিল ইস্টবেঙ্গল এফসি। মরসুমের শুরুর দিকে রক্ষণে ভরসা জুগিয়েছিলেন জর্ডান এলসে। আরও একজন বিদেশি ডিফেন্ডার ইস্টবেঙ্গলের স্কোয়াডে ছিলেন, তিনি হোসে পার্দো। লাগাতার সুযোগ পেলেও পার্দো এলসের জায়গা নিতে পারেননি। পরে মরসুমের মাঝামাঝি সময়ে ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লেস কুয়াদ্রত দলের সঙ্গে যুক্ত করেন হিজাজি মাহেরকে।

ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এশিয়ান টুর্নামেন্ট খেলতে চলেছে ইস্টবেঙ্গল। সব দিক বিচার করে বিদেশি ফুটবলার চয়ন করতে হয়েছে লাল হলুদ ম্যানজেমেন্টকে। ইস্টবেঙ্গলের আক্রমণভাগ, মাঝমাঠে একাধিক অপশন রয়েছে। ফার্স্ট টিমের পাশাপাশি রিজার্ভ দলে এমন একাধিক ফুটবলার রয়েছেন যারা আইএসএল দলে খেলার দাবিদার। আক্রমণ, মাঝমাঠের তুলনায় ডিফেন্সে কুয়াদ্রতের হাতে অপশন কম।

তাঁর বিন্দাস মুডেই ঝড়, আপাতত দুনিয়ার ‘হটেস্ট ম্যান’ ওলিম্পিয়ান ইউসুফ ডিকেচ!

প্রথম একাদশে হিজাজিকেই হয়তো প্রাধান্য দেবেন কোচ। অবস্থা বুঝে হেক্টরকে কাজে লাগাতে পারেন কোচ। দল গঠনের কাজে ইস্টবেঙ্গল এবার বেশ ভাল অর্থ ব্যয় করেছে। বাজেটের দিকটাও ম্যানেজমেন্টের ভাবনায় ঢুকে পড়েছিল বলে মনে করা হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর হেক্টর ট্রান্সফার মার্কেটে ফ্রি ফুটবলার হিসেবে ছিলেন। ফলত তাঁকে সই করানোর জন্য আলাদা করে ট্রানস্ফার ফি ইস্টবেঙ্গল এফসি-কে দিতে হয়নি। হেক্টরের মতো একজন কোয়ালিটি ফুটবলারকে ষষ্ঠ বিদেশি হিসেবে ফ্রি ট্রান্সফারে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। ভাবনাচিন্তা করেই দল বদলের বাজারে এই পদক্ষেপ নিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট।