ইস্টবেঙ্গলকে (East Bengal) বিদায় জানিয়েছেন দীপ সাহা (Dip Saha)। সম্প্রতি সময়ে লাল হলুদ শিবিরের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলারদের মধ্যে তিনি একজন। ইস্টবেঙ্গল তাঁকে যে ক’টা টুর্নামেন্টে সুযোগ দিয়েছিল, দীপ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল। টানা চার বছর খেলেও তাঁর সামনে খোলেনি ইস্টবেঙ্গলের সিনিয়র টিমের দরজা। এক রাশ আক্ষেপ নিয়ে দল ছেড়েছেন দীপ সাহা। কলকাতা ফুটবল লিগে খেলবেন ভবানীপুরের হয়ে।
ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের বাঙালি অধিনায়ক হিসেবে বাংলার ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন দীপ। এই চার বছরে ক্লাবের হয়ে প্রচুর গোল করেছেন, করিয়েছেন। সামনে সম্ভাবনাময় এক ভবিষ্যৎ। তাহলে কেন ইস্টবেঙ্গল ছাড়লেন দীপ?
CFL-এ নিজেকে প্রমাণ করাই লক্ষ্য সুমিত টুডুর
ইস্টবেঙ্গল কেন ছাড়লেন, দীপকে এই প্রশ্নই করা হয়েছিল। দীপের কথায়, “ক্লাবকে চারটে বছর দিলাম। ইস্টবেঙ্গলে খেলা যে কোনও ফুটবলারের কাছে স্বপ্ন। আমি ক্লাবকে ভালোবাসি। কিন্তু একপেশে ভালবাসা ক’দিন টেকে?”
ইস্টবেঙ্গলের সঙ্গে বলতে গিয়ে দীপের গলার স্বর ধরে এসেছিল। নিজেকে সামনে আবার বললেন, “সিনিয়র দলে একটা সুযোগ কি পাওয়ার যোগ্যতা আমার ছিল না? এতগুলো ম্যাচে গোল করলাম, ডার্বিতে গোল করলাম। কলকাতা ফুটবল লিগে শুরু থেকে খেললাম। শেষে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচে জার্সিই পেলাম না।”
CFL: কালীঘাট এমএস-এর হয়ে খেলবেন কাঁচরাপাড়ার সঞ্জয়
“যে টুর্নামেন্টই হোক, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে মাঠে নামা মুখের কথা নয়। কিন্তু আমারও তো বয়স বাড়ছে। বাবা-মা কাজ করে এখনও আমার জন্য খরচ যোগাচ্ছে। ছেলে হিসেবে আমাকেও তো কিছু করতে হবে। তাই ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিলাম”, বলেছেন দীপ।